ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

কক্সবাজারে ৩০ লাখ টাকার কারেন্ট জাল জব্দ

mail.google.comআতিকুর রহমান মানিক, কক্সবাজার :::

কক্সবাজারে ৩০ লক্ষ টাকা মুল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোষ্টগার্ড। আজ ১৯ মার্চ (শনিবার) সকালে বঙ্গোপসাগরের  নাজিরারটেক চ্যানেল ও বাঁকখালী নদী মোহনা থেকে এসব জাল জব্দ করা হয়। কোষ্টগার্ডের সিনিয়র চীফ পেটি অফিসার ও কক্সবাজার ষ্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম এ হাবিব জানান, সাগরে নিয়মিত টহলের সময় শনিবার সকাল ৭ টায় নজিরারটেক চ্যানেল থেকে বড় আকৃতির ১৫ টি বেহুন্দি জাল ও বাঁকখালী নদী মোহনা থেকে পঁচাত্তর হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে কোস্টগার্ডের টহল দল। জব্দকৃত এসব  জাল আজ  সকাল ১১টায় কক্সবাজার ফিশারীঘাটের অদুরবর্তী চরে পুড়িয়ে নষ্ট করা হয়।  সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (সদর) ডঃ মঈন উদ্দীন আহমদ এ সময় উপস্হিত ছিলেন। জব্দ ও ধ্বংসকৃত জালের আনুমানিক মূল্য ত্রিশ লক্ষ টাকা হবে বলে জানা গেছে।

পাঠকের মতামত: