ঢাকা,মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

চকরিয়ায় খাল দখল করে দোকান,নির্মাণ ভেঙ্গে গুড়িয়ে দিলো প্রশাসন

লাবন্য রানী পূজা, নিজস্ব প্রতিবেদক ::  কক্সবাজারের চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধভাবে খালের উপর নির্মিত দোকান উচ্ছেদ করেছে।

আজ ১৮জুলাই, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত চকরিয়ার বানিয়ারছড়া স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্েট ও সহকারী কমিশনার (ভুমি) খোন্দকার ইখতিয়ার উদ্দিন আরাফাতের নেতৃত্বে একদল পুলিশ এ অভিযানে অংশ নেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট ও সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার ইখতিয়ার উদ্দিন আরাফাত চকরিয়া নিউজকে বলেন, চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে বানিয়ারছড়া এলাকার দখলবাজরা অবৈধভাবে ছড়াখাল দখল করে দোকানঘর নির্মাণ করে পানি চলাচলের পথ বন্ধ করে রেকেছিল।

এতে করে গেল বন্যার বন্যার সময় পুরো এলাকা পানিতে তলিয়ে যায়। এমন অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে প্রায় ৪০-৫০ টি দোকান ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে। তিনি আরো বলেন, অবৈধ দখলকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত: