ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

দলীয় পদ হারাচ্ছেন উপজেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থীরা !

নিউজ ডেস্ক ::  উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহ প্রার্থীদের ব্যাপারে কঠোর আসছে। আগামি ২০ জুলাই হতে পারে চুড়ান্ত সিদ্ধান্ত। তবে কারণ দর্শানোর নোটিশ প্রাপ্তির সাথে সাথেই দলীয় পদবী হারাবেন বলেন জানিয়েছেন আওয়ামী লীগের সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ ছাড়া বিদ্রোহী প্রার্থীদের পক্ষে কাজ করা নেতাদের বিরুদ্ধেও আসছে সাংগঠনিক সিদ্ধান্ত।
সদস্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে কঠোর সিদ্ধান্ত আসছে। বিদ্রোহী প্রার্থীরা কারণ দর্শানোর নোটিশ পেলেই দলীয় পদ হারাবেন এমনটি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ ছাড়া প্রকাশ্যে কিংবা গোপনে দলের মনোনীত প্রার্থীর বিরোধীতাকারী দায়িত্বশীল  নেতাদের তালিকা চুড়ান্ত হয়েছে।
আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়–য়া জানিয়েছেন ২০ জুলাই দলের সভাপতি মন্ডলীর সভা হতে পারে। ওই বৈঠকে এ বিষয়টি অনেকটা চুড়ান্ত হবে।
জানা যায়, কক্সবাজার জেলার ৮টি উপজেলার মধ্যে দুইটি উপজেলায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হয়েছেন। উখিয়ায় অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী ও কুতুবদিয়া উপজেলায় এডঃ ফরিদুল ইসলাম চৌধুরী। নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে বিজয়ী হয়েছেন মাত্র একজন কক্সবাজার সদর উপজেলায় কাইচারুল হক জুয়েল। তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিসাবেও দায়িত্ব পালন করছেন। অপর ৫টি উপজেলায় বিদ্রোহী প্রার্থীরা নৌকা প্রতীকের প্রার্থীকে হারিয়ে বিজয়ী হয়েছেন। চকরিয়া উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন চৌধুরীকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন  বিদ্রোহী প্রার্থী চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফজলুল করিম সাঈদী। পেকুয়া উপজেলায় দলের মনোনীত প্রার্থী আবুল কাসেমকে পরাজিত করে বিজয়ী হয়েছেন বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম। মহেশখালী উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ হোছাইন ইব্রাহীমকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ শরীফ বাদশা। রামু উপজেলায় দলীয় মনোনীত প্রার্থী উপজেলা যুবলীগ সভাপতি রিয়াজুল আলমকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল। টেকনাফ উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক মোহাম্মদ আলীকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বীতা করেন টেকনাফে সাবেক উপজলো চেয়ারম্যান জাফর আলম, কক্সবাজার সদর উপজেলায় জেলা আওয়ামী লীগ নেতা নুরুল আবছার ও মহেশখালীতে উপজেলা যুবলীগের আহবায়ক সাজেদুল করিম।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান জানিয়েছেন, এ বিষয়ে কেন্দ্রিয় ভাবে সিদ্ধান্ত হবে।

পাঠকের মতামত: