ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় বন্যার পানিতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া: চকরিয়ায় সড়ক পারাপারের সময় বন্যার পানিতে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৫ জুলাই) ভোর ৫টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের আটারকুম নামক স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মোহাম্মদ রাজু (২৫) ভেওলা মানিকচর ইউনিয়নের (৭নং ওয়ার্ড) দিয়ারচর এলাকার মোঃ জামাল উদ্দিনের পুত্র। সে রবিবার সকালে ওই এলাকার জকরিয়া সড়ক অতিক্রম করতে গিয়ে আটারকুম স্থানে প্রবল স্রোতে তলিয়ে যায়। এলাকার লোকজন দীর্ঘক্ষণ খুঁজাখুঁজির পরও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

স্থানীয় পুলিশিং কমিটির কার্যনির্বাহী সদস্য এম.মোস্তফা খাঁন বলেন, সোমবার ফজরের পর নিখোঁজের স্থান থেকে আনুমানিক একশ মিটার দুরে পানিতে রাজু’র লাশ ভাসতে দেখা যায়। তাৎক্ষণিক মরদেহটি উদ্ধার করা হলে স্বজনদের মাঝে কান্নার রোল পড়ে।

পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল আরিফ জানান, রবিবার সকালে বর্ষণের ফলে সৃষ্ট গলা পরিমাণ পানি অতিক্রম করে দুই যুবক জকরিয়া সড়ক পার হচ্ছিল। এসময় প্রবল স্রোতে একজন কোনমতে পার পেয়ে গেলেও রাজু নামের যুবক তলিয়ে যায়। মানুষজন দিয়ে দীর্ঘক্ষণ খুঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। পরদিন সোমবার ভোরে তার লাশ পানিতে ভাসমান অবস্থা থেকে উদ্ধার করা হয়েছে।

পাঠকের মতামত: