ঢাকা,শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

চকরিয়া রাস্তা পারাপারে বন্যার পানির স্রোতে যুবক নিখোঁজ

জহিরুল আলম. সাগর, চকরিয়া ::
চকরিয়ায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বন্যার পানির স্রোতে পড়ে রাস্তা দিয়ে পারাপারের সময় মোহাম্মদ রাজু (২৬) নামের এক যুবক নিখোঁজ হয়েছে।আজ রবিবার (১৪জুলাই) সকাল সাড়ে দশটার দিকে পূর্ব বড় ভেওলা ইউনিয়নস্থ জকরিয়া সড়কের অাটারকুম নামক এলাকায় বন্যার পানির স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজের এ ঘটনা ঘটে। নিখোঁজ যুবক উপজেলার বিএমচর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের দিয়ারচর এলাকার মো.জামাল উদ্দিনের ছেলে।
বিএমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলম নিখোঁজ যুবক রাজু’র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পূর্ব বড় ভেওলা ইউনিয়নের আটারকুম এলাকার বাসিন্দা মো: আলা উদ্দিন এ প্রতিবেদককে জানান, চকরিয়ায় টানা ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের বন্যার পানিতে পুরো এলাকা প্লাবিত হয়ে যায়। রবিবার সকাল সাড়ে দশটার দিকে জকরিয়া সড়কের আটারকুম এলাকা দিয়ে গলা পরিমাণ পানি পাড়ি দেন রাজু নামের এক যুবক। প্রতিমধ্যে কিছুদূর রাস্তা পাড়ি দেয়ার পথে পানির প্রবল স্রোতের মধ্যে সে তলিয়ে যায়। এ সময় স্থানীয় ২০-৩০ জন লোক তাৎক্ষনিক ভাবে ঝাঁপদিয়ে নিখোঁজ যুবককে খুঁজতে থাকেন। দুই ঘন্টার অধিক সময় পানিতে খুঁজাখুঁজি করার পরও নিখোঁজ যুবককে উদ্ধার করা সম্ভব হয়নি।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, ঘটনাটি জানার পরপরই স্থানীয় চেয়ারম্যানকে অবহিত করা হয়। নিখোঁজ যুবককে উদ্ধার করতে উদ্ধার তৎপরতা এখনো অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

পাঠকের মতামত: