ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

সাগরে ভেসে আসা ট্রলার থেকে ৬ মৃতদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি :: কক্সবাজারে সাগর থেকে ভেসে আসা একটি ফিশিং ট্রলার থেকে অজ্ঞাত ৬ জেলের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বুধবার (১০ জুলাই) সকাল ৮টার দিকে সমুদ্র সৈকতের কক্সবাজার সী-গাল পয়েন্ট থেকে মৃতদেহগুলো উদ্ধার করেছে পুলিশ। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান কক্সবাজার মেইল নিউজকে এ কথা জানান।

তিনি জানান, তাদের শরীরে কোনও কাপড় ছিল না এবং লাশ পচে দুর্গদ্ধ বের হচ্ছে। মৃতদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ‘বুধবার সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন সী-গাল পয়েন্টে একটি ট্রলার ডুবন্ত অবস্থায় আটকে আছে। এ খবরে শুনে ট্যুরিস্ট পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় ট্রলারে বাইরে ৪ জন ও ভেতরে ৩ জন লোক রয়েছে। তাৎক্ষণিক কক্সবাজার সদর থানার পুলিশের সহায়তা নিয়ে ট্যুরিস্ট পুলিশ উদ্ধার অভিযান চালায়। এসময় ৬ জনকে মৃত অবস্থায় উদ্ধার ও একজনকে জীবিত উদ্ধার করা হয়।

এসপি মো. জিল্লুর রহমান বলেন, ‘উদ্ধার হওয়া লাশগুলো হয়তো মিয়ানমার থেকে ভেসে এসেছে। কারণ, আমাদের সাগরে তিন মাস মাছ ধরা নিষিদ্ধ রয়েছে। এছাড়াও গত ৫দিন ধরে সাগরে ৩নং স্থানীয় সতর্ক সংকেত চলছে। এতেই বোঝা যায় নৌকাডুবি আমাদের এখানে হয়নি। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ট্রলারটি মিয়ানমার থেকে ভেসে এসে সী-গাল পয়েন্টে আটকা পড়েছে।

কক্সবাজার সদর মডেল থানার পুলিশের ওসি মো. ফরিদ উদ্দিন খন্দকার চকরিয়া নিউজকে বলেন, ‘ট্যুরিস্ট পুলিশের মাধ্যমে খবর পেয়ে ৬টি মৃতদেহ উদ্ধার করেছি। লাশগুলো এখন জেলা সদর হাসপাতাল মর্গে আছে। ট্রলারে একটি মাছ ধরার জালও পাওয়া গেছে। আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি।’

পাঠকের মতামত: