ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

চকরিয়ার বরইতলীতে মাটির দেয়ালের চাপায় ব্যবসায়ীর মৃত্যু

জামাল হোছাইন, চকরিয়া ::  চকরিয়ায় টানা ভারি বৃষ্টিপাতে বসতঘরের মাটির দেয়াল ধসে পড়ে মুহাম্মদ হারুনুর রশিদ হারুন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুলাই) ভোররাত ৪টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়ের ৮নম্বর ওয়ার্ডের হাফালিয়া কাটা এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে। দেয়াল ধসে নিহত হওয়া যুবক হারুন ওই এলাকার মৃত বশির আহমদের ছেলে। বরইতলী ইউপি চেয়ারম্যান জালাল আহমদ সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানাগেছে, রবিবার দিবাগত রাতে থেমে থেমে ভার বৃষ্টিপাত হচ্ছিল। ঘটনার দিবাগত রাত ১১টার দিকে রাত্রের খাবার খেয়ে মাটির বসতঘর লাগোয়া দোকানের ভেতরে মুহাম্মদ হারুন ঘুমিয়ে পড়ে। ভোররাতে মুসলধারে বৃষ্টিপাত হলে ঘুমন্ত অবস্থায় দোকানের লাগোয়া মাটির দেয়ালটি ধসে পড়লে সে মাটিতে চাপা পড়ে। পরিবারের সদস্যরা মাটির দেয়াল পড়ার শব্দ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মাটির নিচ থেকে যুবক হারুনকে মৃত্যুবস্থায় উদ্ধার করা হয়েছে বলে পরিবার জানায়।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান চকরিয়া নিউজকে বলেন, দেয়াল চাপা পড়ে এক যুবক নিহত হওয়ার ঘটনার বিষয়টি জেনেছি। খবর পেয়ে ঘটনাস্থলে প্রশাসনের লোক পাঠানো হয়েছে। নিহতের পরিবারকে প্রশাসনের পক্ষথেকে আর্থিক ভাবে সহযোগীতা করা হবে বলেও তিনি জানান।

পাঠকের মতামত: