ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

বকেয়া বেতনের জন্য ছাত্রকে পেটালেন শিক্ষক!

নিজস্ব প্রতিনিধি, পেকুয়া ::

পেকুয়ায় বকেয়া বেতন পরিশোধ না করায় ছাত্রকে বেদড়ক পিটিয়ে আহত করলেন শিক্ষক। আহত ছাত্র মোঃ সামি (৭) টইটং ইউনিয়নের জনখোলার জুম এলাকার আবু তাহেরের ছেলে ও আরবীয়া জামিয়াতুল উলুম মাদ্রাসা ও হেফজ খানার ছাত্র। রবিবার সকাল ৮টায় এঘটনা ঘটে। আহত ছাত্রের পিতা আবু তাহের বলেন, অসুস্থ থাকার কারণে ছেলে সামি বেশ কয়েকদিন হেফজ খানায় অনুপস্থিত ছিল। সকালে ছেলে সামিকে নানা জসিম উদ্দিন হেফজ খানায় নিয়ে যায়। নানা যাওয়ার পর তার কাছ থেকে শিক্ষক হাফেজ মুজাম্মদ মুছা তার কাছ থেকে বকেয়া বেতন দাবী করেন। সে বকেয়া বেতন পরে পরিশোধ করার কথা বললে তাকে বেদড়ক পিটিয়ে আহত করে। বিষয়টি আমি তাৎক্ষনিকভাবে স্থানীয়দের জানালে তিনি ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেছেন। শিক্ষক মুহাম্মদ মুছা বলেন, বকেয়া বেতনের মারধর করা হয়নি। সে মাদ্রাসায় বেশ দুষ্টমি করে তাই সামান্য মারধর করা হয়েছে।

পেকুয়া থানার ওসি জাকির হোসেন ভূঁইয়া বলেন, এবিষয়ে লিখিত অভিযোগ পেলে গুরুত্বসহকারে ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত: