ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

চকরিয়ায় ৭ম শ্রেণীর ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে দুই বখাটে আটক

এম.জাহেদ চৌধুরী, চকরিয়া ::  কক্সবাজারের চকরিয়ায় ৭ম শ্রেণীর এক ছাত্রীকে ইভটিজিং করার দায়ে দুই বখাটেকে আটক করেছে পুলিশ। এঘটনায় ছাত্রীর মা পারভীন আক্তার বাদি হয়ে দুই বখাটের বিরুদ্ধে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। শনিবার রাত ৮টার দিকে চকরিয়া উপজেলার কৈয়ারবিল উচ্চ বিদ্যালয় থেকে থানার এসআই মাজহারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ তাদের আটক করে।

আটককৃতরা হলেন-চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের জালিয়াপাড়ার নো.ইউছুপের ছেলে মো.রাদেল (১৯) ও ৪নং ওয়ার্ডের বাটাখালীর শ্রীধাম সুশীলের ছেলে গৌতম সুশীল (১৮)।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হাবিবুর রহমান বলেন, শনিবার সন্ধ্যার দিকে কৈয়ারবিল উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীতে পড়–য়া ওই ছাত্রী প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দুই বখাটে রাদেল ও গৌতম ওই ছাত্রীকে ইভটিজিং করে। বিষয়টি আমাদেরকে জানালে থানার এসআই মাজহারুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই বখাটেকে আটক করে।
তিনি আরো বলেন, এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে এজাহার দিয়েছেন। এটি মামলা হিসেবে রুজু করা হবে।

পাঠকের মতামত: