ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

মাওলানা মুমিনুল হক চৌধুরীর মৃত্যুতে কক্সবাজার জামায়াতের শোক

সংবাদ বিজ্ঞপ্তি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য বর্ষিয়ান রাজনীতিবিদ ও বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মুমিনুল হক চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা জামায়াতের আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, নায়েবে আমীর মাওলানা নূর আহমদ আনোয়ারি, মাওলানা মুফতি মু. হাবিবুল্লাহ, সেক্রেটারি অ্যাড. ফরিদ উদ্দিন ফারুকি, কক্সবাজার শহর আমীর সাইদুল আলম।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মাওলানা মুমিনুল হক চৌধুরি ছিলেন চট্টগ্রামের ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহসালার। চট্টগ্রাম অঞ্চলে দ্বীনের দাওয়াত প্রচার ও প্রসারে মাওলানার ভূমিকা ছিল অপরিসীম। ইসলামী তাহজিব তামাদ্দুন ও শিক্ষা বিস্তারে মাওলানার অবদান চির স্মরণীয় হয়ে থাকবে। আমরা মহান আল্লাহর কাছে মাওলানার নেক আমলসমূহ কবুল করে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করার জন্য আল্লাহর কাছে দোয়া করছি এবং শোক সন্তপ্ত পরিবার- পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

পাঠকের মতামত: