ঢাকা,বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

চকরিয়ায় ফাঁশিয়াখালী ইউপি চেয়ারম্যান পদে ও কৈয়ারবিল ৯নং ওয়ার্ডে উপ-নির্বাচন ২৫ জুলাই

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::  আগামী ২৫ জুলাই কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। একইদিন কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার (সদস্য) পদের উপ-নির্বাচনও অনুষ্ঠিত হবে। গত ১৭ জুন ০০৪.১৯.৪৭৪ নম্বর স্মারকে নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ বিভাগের উপ সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক আদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালার ১০ উপধারা অনুযায়ী এই উপ-নির্বাচন ঘোষণা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমান। তিনি বলেন, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ জুন প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল, ২ জুলাই মনোনয়নপত্র বাছাই, ৯ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ২৫ জুলাই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত: গত ১৮ মার্চ অনুষ্ঠিত চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী পদত্যাগ করেন। এরপর থেকে ফাসিয়াখালী ইউনিয়নে চেয়ারম্যানের পদটি শুন্য হয়ে যায়। একইভাবে কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার আবুল কালামের মৃত্যুজনিত কারণে পদটি শুন্য হয়।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমান বলেন, ঘোষিত তফসিল অনুযায়ী ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে এবং কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার (সদস্য) পদে উপ-নির্বাচন অনুষ্ঠানে প্রশাসনের পক্ষথেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

পাঠকের মতামত: