ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার

চকরিয়া প্রতিনিধি ::

কক্সবাজারের চকরিয়ায় হাত পা ও চোখ বাধা অবস্থায় অজ্ঞাত পরিচয়ের যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক বয়স ২৬বছর বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১২জুন) বিকেলে উপজেলার কোনাখালী ইউনিয়নের বাংলাবাজার এলাকায় মাতামুহুরি নদীর চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা নাঈম সোহেল বলেন, দুপুরের জোয়ারে পানিতে মরদেহটি ভেসে নদীর চরে আসে। ভাটার টানে চরে আটকা পরলে স্থানীয় বাসিন্দারা মরদেহটি দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার ওসি হাবিবুর রহমান বলেন, স্থানীয় বাসিন্দাদের খবরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। মরদেহটি আনুমানিক ২৬-২৭ বছর বয়সী এক যুবকের। মরদেহটির হাত পা ও চোখ কাপড় দিয়ে বাধা ছিল। ধারণা করা হচ্ছে ২-৩ দিন আগে তাকে খুন করে নদীতে ভাসিয়ে দেয়া হয়েছে। মরদেহটির পরিচয় সনাক্তকরণে কাজ করছে পুলিশ।

তিনি আরো বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।

পাঠকের মতামত: