ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

চকরিয়ায় ২টি নারকেলের ভিতর মিলল ৪০০০ ইয়াবা, এস এ পরিবহনে করে পাচারের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::

চকরিয়ায় এস এ পরিবহনের মাধ্যমে নারকেলের ভেতর করে ঢাকায় ইয়াবা পাচারের সময় ধরা পড়েছে একটি চালান।২জুন, রোববার রাত ৮টার দিকে চকরিয়া পৌর বাস টার্মিনালস্থ এস এ পরিবহনের কাউন্টারে এ ঘটনা ঘটে। এ সময় ৪০০০ পিস ইয়াবাভর্তি দুটি নারকেল জব্দ করেছে পুলিশ। আটক করা হয় বুকিং দিতে আসা মো. হাছন আলীকে (৬০)। তিনি কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। তবে আটক হাছন আলীকে নারকেলের বাহক হিসেবে ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জানা যায়, রোববার একই এলাকার এক ইয়াবা কারবারি আটক মো. হাছন আলীকে দুটি নারকেলসহ শুকনো খাদ্য দ্রব্যভর্তি একটি পার্সেল চকরিয়ার এস এ পরিবহনের কাউন্টার থেকে ঢাকার কাকরাইল এলাকার এক ব্যক্তির কাছে পাঠাতে বলেন। কিন্তু রাত ৮টার দিতে তিনি পার্সেলটি বুকিং দিতে এলে আঁশ ছড়ানো দুটি নারকেল দেখে এস এ পরিবহনের কাউন্টার ব্যবস্থাপক মো. শফিকুল ইসলামের সন্দেহ হয়। পরে বিষয়টি থানায় অবহিত করলে পুলিশ এসে ইয়াবাভর্তি নারকেল দুটি জব্দ করে এবং বুকিং দিতে আসা ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। থানার উপপরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন জানান, জব্দ করা নারকেল দুটির ওপরের দিকে আঁশ ছড়ানো। এছাড়া পানিভর্তি দুটি ছোট সাইজের প্লাস্টিকের বোতলও সুপার গ্লু দিয়ে আটকে দেওয়া হয়েছে। যাতে বাইরে থেকে দেখে আসল নারকেল মনে হয় এবং ঝাঁকুনি দিলে ভেতরে পানির আওয়াজ হয়। চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান চকরিয়া নিউজকে বলেন, এস এ পরিবহনের কাউন্টার ব্যবস্থাপক ফোন করা মাত্রই অভিযান চালিয়ে ইয়াবাভর্তি দুটি নারকেল জব্দ ও এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হচ্ছে বলে তিনি জানান।

পাঠকের মতামত: