ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

তরুন সাংবাদিক শাকিল আর নেই : রোববার মাগরিবের পর জানাজা

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :: তরুন গণমাধ্যম কর্মী কক্সবাজার শহরের কুতুবদিয়াপাড়া নিবাসী সৈয়দ মোহাম্মদ সাকিল (৩৬) ইন্তেকাল করেছেন। ইন্নাল্লিলাহি–রাজেউন। রোববার (২ জুন) সকাল সাড়ে ৭ টার দিকে সৈয়দ মোহাম্মদ সাকিল নিজ বাড়িতে একটু অসুস্থ বোধ করেন। পরে সাকিল ঘুম থেকে না উঠায় বাড়ির লোকজন তাকে গুরুতর অসুস্থ অবস্থায় একইদিন সকাল ৯ টার দিকে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসা সৈয়দ মোহাম্মদ সাকিলকে মৃত ঘোষনা করেন। চিকিৎসকেরা সৈয়দ মোহাম্মদ সাকিল স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করছেন বলে ধারণা পোষন করেছেন। বিষয়টি দৈনিক হিমছড়ি সম্পাদক ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র সাধারণ সম্পাদক হাসানুর রশিদ সিবিএন-কে নিশ্চিত করেছেন।প্রায় একদশক ধরে সাংবাদিকতা পেশায় জড়িত সৈয়দ মোহাম্মদ সাকিল মাই টিভি’র কক্সবাজার প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল ‘ডেইলি কক্সবাজার’ এর প্রকাশক ও সম্পাদক ছিলেন। সৈয়দ মোহাম্মদ সাকিলের পিতা চকরিয়া উপজেলার হারবাং নিবাসী সৈয়দ মোহাম্মদ জাহাঙ্গীর কক্সবাজার ফায়ার সার্ভিসের কর্মকর্তা ছিলেন। পিতার চাকুরীর সুবাধে মরহুম সৈয়দ মোহাম্মদ সাকিল পিতার সাথে শহরের নুর পাড়ায় বসবাস করতেন। প্রায় বছরখানেক ধরে সৈয়দ মোহাম্মদ সাকিল কুতুবদিয়াপাড়ায় থাকতেন। সৈয়দ মোহাম্মদ সাকিল মৃত্যুকালে এক কন্যা সন্তান ও সন্তানসম্ভবা স্ত্রী সহ অনেক আত্মীয়স্বজন রেখে যান। মরহুম সৈয়দ মোহাম্মদ সাকিলের নামাজে জানাজা রোববার (২ জুন) মাগরিবের নামাজের পর নুরপাড়া উমিদিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।
সাংবাদিক শাকিলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার অনলাইন প্রেস ক্লাব সভাপতি ও সিবিএন সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী , কক্সবাজার অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি ও চকরিয়া নিউজ ডটকম সম্পাদক জহিরুল ইসলাম। তারা মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গবীর সমবেদনা জ্ঞাপন করেছেণ ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

পাঠকের মতামত: