ঢাকা,শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

প্রতারণার দায়ে বিএডিসি’র কর্মকর্তা সুমন চাকমাকে ৫ মাসের কারাদন্ড

বিশেষ প্রতিবেদক ::  প্রতারণার অভিযোগে কক্সবাজারস্থ ঝিলংজা বীজ উৎপাদন (বিএডিসি) এর (সাবেক) সিনিয়র সহকারী পরিচালক সুমন চাকমাকে ৫ মাস বিনাশ্রম কারাদন্ডসহ ৩ লক্ষ টাকা অর্থ দন্ডে দন্ডিত করছেন আদালত। যার মামলা নং- এসটি ৬৫৬/১৭। কক্সবাজার যুগ্ম দায়েরা জজ মাহমুদুল হাসান এ রায় প্রদান করেন। উখিয়ার ব্যবসায়ী দেলোয়ার হোসেন বাদী হয়ে জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এ মামলা দায়ের করে।

মামলার এজহার সূত্রে জানা যায়, উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের রুমখাঁ পালং এলাকার বাসিন্দা আব্দুর রহমানের পুত্র ও মেসার্স দেলোয়ার মটরস পার্টসের মালিক দেলোয়ার হোসেনের নিকট ৩ লক্ষ টাকা নেন তৎকালিন দায়িত্বরত বিএডিসি’র পরিচালক সুমন চাকমা। খামার বাড়ির পরিত্যক্ত বিভিন্ন যন্ত্রাংস বিক্রি ও সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়ে এ টাকা হাতিয়ে নেন।

মামলার বাদী দেলোয়ার জানান, মেশিনারী যন্ত্রাংশ সরবরাহ বা বিক্রি করতে ব্যর্থ হওয়ায় টাকা ফেরত চাইলে বিএডিসি’র সহকারী পরিচালক ৩ লক্ষ টাকার ডাচ্ বাংলা লিমিটেড এর একটি চেক প্রদান করে। টাকা উত্তোলন করতে গিয়ে দেখা যায় একাউন্টে কোন টাকা জমা নেই। তাই প্রতারণার অভিযোগে গত ০৩/০৪/১৭ইং তারিখ কক্সবাজার আদালতে সুমন চাকমার বিরুদ্ধে মামলা দায়ের করে।

আদালত সূত্রে জানা যায়, মামলার স্বাক্ষী ও বাদীর জবানবন্দী এবং দীর্ঘ শুনানী শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামী বিএডিসি’র সহকারী পরিচালক সুমন চাকমার বিরুদ্ধে যুগ্ম দায়েরা জজ আদালতের ৪নং বিশেষ ট্রাইব্যুনালে গত ১১/০৯/১৮ইং তারিখে এ রায় প্রদান করেন।

পাঠকের মতামত: