ঢাকা,বুধবার, ১৫ মে ২০২৪

দেশে সুশাসন ও উন্নয়নের জন্য পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের বিকল্প নেই -চকরিয়ায় সাবেক এমপি ইলিয়াছ

এম.জিয়াবুল হক, চকরিয়া ::  সাবেক রাষ্ট্রনায়ক হুসেইন মুহাম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পাটি চকরিয়া উপজেলা, পেকুয়া উপজেলা, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা ও চকরিয়া পৌরসভা কমিটি এবং সহযোগি সংগঠনের উদ্যোগে গতকাল শুক্রবার চকরিয়া উপজেলা পরিষদস্থ দলীয় কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা জাতীয় পাটির সভাপতি ও চকরিয়া-পেকুয়া আসনের সাবেক এমপি হাজি মোহাম্মদ ইলিয়াছ। ইফতার ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন চিরিঙ্গা মজিদিয়া মাদরাসার সুপার মাওলানা নুরুল আবছার ছিদ্দিকী।

চকরিয়া পৌরসভা জাতীয় পাটির আহবায়ক আবু ছাদেক এর সভাপতিত্বে ইফতার মাহফিল ও আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা জাতীয় পাটির সভাপতি আলহাজ গিয়াস উদ্দিন মেম্বার, জেলা জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান আলহাজ নুরুল আমিন।

চকরিয়া উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন মাতামুহুরী উপজেলা জাতীয় পাটির সাবেক সভাপতি টিপু সোলতান, পেকুয়া উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক সাংবাদিক দিদারুল ইসলাম, চকরিয়া উপজেলা মহিলা পাটির সভানেত্রী জোসনা আক্তার, সাধারণ সম্পাদক সজরুন নাহার বুলু, পেকুয়া উপজেলা মহিলা পাটির সভানেত্রী আমাতুর রহিম হীরা, চকরিয়া পৌরসভা জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, চকরিয়া উপজেলা যুব সংহতির সভাপতি বেলাল উদ্দিন, মাতামুহুরী উপজেলা যুব সংহতির সভাপতি মানিক, টৈইটং জাতীয় পাটির সভাপতি আবদুল খালেক, চকরিয়া পৌরসভার ৩নম্বর ওয়ার্ড জাতীয় পাটির মোহাম্মদ ফকির, খুটাখালী সভাপতি মোহাম্মদ শফি, সম্পাদক মোজাম্মেল হক, ডুলাহাজারা সাধারণ সম্পাদক মুবিনুল ইসলাম, বমুবিলছড়ি সভাপতি জাফর আলম, সম্পাদক নাজেম উদ্দিন, ফাসিয়াখালী সভাপতি বদরু ছালাম, চিরিঙ্গা সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক দিদারুল ইসলাম, লক্ষ্যারচর সম্পাদক আনোয়ার ইসলাম, কৈয়ারবিল সভাপতি নাছির উদ্দিন, সম্পাদক দিদার, কাকারা সভাপতি জাফর আহমদ বলী, সম্পাদক মো.রকিব, সুরাজপুর মানিকপুর সভাপতি মাস্টার নুরুল ইসলাম, সম্পাদক আইয়ুব জিহাদী, বরইতলী সভাপতি সাবেক মেম্বার মোজাফ্ফর আহমদ, সম্পাদক ফকির মোহাম্মদ, হারবাং সম্পাদক তোফায়েল আহমদ, সহ-সভাপতি মোহাম্মদ আইয়ুব, সাহারবিল সভাপতি মোসলেহ উদ্দিন, সম্পাদক জসিম উদ্দিন, পুর্ববড় ভেওলা সভাপতি নাজেম উদ্দিন, বিএমচর সভাপতি বদিউল আলম, সম্পাদক হান্নান, কোনাখালী সভাপতি মৌলভী আক্তার, সম্পাদক শফিউল কাদের মেম্বার, ঢেমুশিয়া সভাপতি মোহাম্মদ রিমন, সম্পাদক রুহুল কাদের, পশ্চিম বড়ভেওলা সভাপতি সাইফুল ইসলাম মেম্বার, সম্পাদক নুরুল আবছার, সহ-সভাপতি আবদুস শুক্কুর, বদরখালী সভাপতি শওকত আলী, সম্পাদক নুরুল আবছার। এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনে চকরিয়া, পেকুয়া উপজেলা, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা ও চকরিয়া পৌরসভা জাতীয় পাটি এবং সহযোগি সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণ অংশ গ্রহন করেন।

আলোচনা সভায় প্রধান অতিথি সাবেক এমপি হাজি মোহাম্মদ ইলিয়াছ বলেন, দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে অবশ্যই জাতীয় পাটির সরকারের কোন বিকল্প নেই। কারন জাতীয় পাটির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ সরকারের আমলে দেশে যে ধরণের অভূতপুর্ব উন্নয়ন হয়েছে তা বিগত সময়ের কোন সরকার করতে পারেনি। দেশের জনগন এখনো জাতীয় পাটির উন্নয়নে আশাবাদী। তিনি বলেন, আমি চকরিয়া-পেকুয়া জনপদে সাধ্য মতো উন্নয়ন কাজ করেছি। জনগন আজ উন্নয়নের সুফল পাচ্ছে। আজকের সমাবেশ প্রমাণ করে জাতীয় পাটির নেতৃত্বেই দেশে সুষম উন্নয়ন কর্মকান্ড তরান্বিত করা সম্ভব। তাই আগামীতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চকরিয়া-পেকুয়া উপজেলার সর্বস্তরের জনসাধারণকে জাতীয় পাটির সাথে থাকতে হবে। পল্লীবন্ধু এরশাদের হাতকে শক্তিশালী করতে হবে। #

পাঠকের মতামত: