ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেল দুদক

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি ::  চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম-দুর্নীতির তদন্তে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। হাসপাতালের অনিয়মের বিষয়ে কোনো এক ব্যক্তি দুদকের ১০৬ নম্বরে ফোন করে অভিযোগ করার পর বুধবার দুপুরে পরিদর্শনে আসে দুদকের একটি দল।

আমির হামজা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ হলেও তিনি অতিরিক্ত দায়িত্ব পালন করেন ক্যাশিয়ারসহ তিন-চার পদে। এ ছাড়া একযুগেরও বেশি সময় তিনি ওই হাসপাতালে চাকরি করার সুবাদে তাঁর শক্ত অবস্থান রয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহবাজ বলেন, ‘দুদক দল আসলে কি জানতে এসেছিল তা নিশ্চিত করে বলতে পারছি না। দাপ্তরিক কাজে আমি চট্টগ্রামে অবস্থান করছি।’

দুদক চট্টগ্রাম-২ এর উপ-সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বলেন, ‘প্রাথমিক তদন্তে আমির হামজার বিরুদ্ধে হাসপাতাল ব্যবস্থাপনাসহ নানা খাতে ভুয়া-বিল ভাউচার দেখিয়ে প্রায় ১২ লাখ টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে।’

তিনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এসব বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর নির্দেুৃশনা মোতাবেক পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

তবে অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ আমির হামজা।

পাঠকের মতামত: