ঢাকা,শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান : ২১ মণ খেজুর ধ্বংস

নিজস্ব প্রতিনিধি, চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে। আজ সোমবার বিকেলে চকরিয়া পৌরশহরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, মুদির দোকানে মেয়াদ উত্তীর্ণ খেজুর রাখায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় পাশাপাশি ২১মণ খেজুর জব্দ করে ধ্বংস করা হয়।
এছাড়া মুদির দোকানে মূল্য তালিকা না টাঙ্গানোয় ১০ হাজার টাকা এবং ফুটপাত দখল করায় বিভিন্ন দোকান বসানোর কারণে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভোক্তা অধিকার আইনে এসব জরিমানা আদায় করা হয়। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এসময় সাথে ছিলেন উপজেলা অফিসারের কার্যালয়ের কর্মকর্তা রতন পাল, চকরিয়া থানা পুলিশের একটি টিম ও আনসার সদস্যরা

পাঠকের মতামত: