ঢাকা,মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

চকরিয়ায় জেলা প্রশাসকের আদেশ ৩ মাসেও কার্যকর হয়নি!

চকরিয়া সংবাদদাতা ::

কক্সবাজার জেলা প্রশাসকের আদেশে চকরিয়া ভুমি অফিসের সহকারি তপন কান্তি পাল তিনমাস আগে ফেব্রুয়ারী মাসের ১১ তারিখ টেকনাফ উপজেলায় বদলী করা হলেও তিনি অদৃশ্য কারণে এখনো বহাল তবিয়তে রয়েছে চকরিয়া উপজেলা ভুমি অফিসে। উল্টো বদলী আদেশ লঙ্ঘনে সংস্থাপন শাখার সংশ্লিষ্টদের কারসাজির মাধ্যমে তিনি ফের চকরিয়া উপজেলা প্রশাসনে যোগদানের চেষ্ঠা করছেন বলে অভিযোগ উঠেছে।

জেলা প্রশাসনের সংশ্লিষ্ট সুত্র দাবি করেছেন, চকরিয়া উপজেলা ভুমি অফিসে জমি সংক্রান্ত বিষয় নিয়ে অফিস সহকারি তপন কান্তি পাল অনিয়মের আশ্রয় নেন। এতে সংক্ষুদ্ধ হয়ে ভুক্তভোগী চকরিয়া পৌরসভার বাটাখালী হিন্দুপাড়া এলাকার বাসিন্দা ভারতের জনপ্রিয় সংগীত শিল্পী সমর জিৎ রায় চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহার কাছে অভিযোগ করেন।

ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা তাৎক্ষনিক ব্যবস্থা নিতে কক্সবাজার জেলা প্রশাসককে নির্দেশ দেন। ওই নির্দেশনার আলোকে গত ১১ ফেব্রুয়ারী কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক ( উন্নয়ন ও মানবসম্পদ) অফিস আদেশের মাধ্যমে চকরিয়া ভুমি অফিসের সহকারি তপন কান্তি পালকে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বদলী করেন। অভিযোগ উঠেছে, অভিযুক্ত তপন কান্তি পাল ঘুরেফিরে গত ২২বছর ধরে চকরিয়া উপজেলা ভুমি অফিস ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বহাল তবিয়তে রয়েছেন।

অভিযোগকারী ভারতের জনপ্রিয় সংগীত শিল্পী সমর জিৎ রায়ের বাবা চকরিয়া পৌরসভার বাটাখালী হিন্দুপাড়া গ্রামের বাসিন্দা মাস্টার নেপাল চন্দ্র রায় চকরিয়া নিউজকে বলেন, অনিয়মের ঘটনায় অভিযোগ করার পর তিনমাস আগে বিভাগীয় কমিশনারের নির্দেশে তাকে বদলী করা হয়েছে বলে শুনেছি। কিন্তু কী কারনে তিনমাস ধরে বদলীর আদেশ আটকে আছে আমার বোধগম্য হচ্ছেনা। এটি কোন ধরণের আইন কানুন।

পাঠকের মতামত: