ঢাকা,বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

কক্সবাজারে বাংলাদেশ প্রতিদিন’র সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Cox-BD-Pic-02_1সংবাদ বিজ্ঞপ্তি
পর্যটন নগরী কক্সবাজারে পালিত হলো দেশের শীর্ষস্থানীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন’র সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে ১৫ মার্চ মঙ্গলবার সকাল ১১টায় কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটেন কক্সবাজার সদর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আলহাজ্ব খোরশেদ আরা হক।
বাংলাদেশ প্রতিদিন’র জেলা প্রতিনিধি সায়েদ জালাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো. শাহজাহান, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র সভাপতি গবেষক মুহম্মদ নুরুল ইসলাম, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি তোফায়েল আহমদ, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র সাধারণ সম্পাদক হাসানুর রশীদ ও দৈনিক আপন কন্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক রুহুল আমিন সিকদার। অতিথিরা পত্রিকাটির সংবাদ ও সাংবাদিকদের প্রশংসা করেন। আগামীতে পত্রিকার আরো অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র সাবেক সাধারণ সম্পাদক জিএএম আশেক উল্লাহ, এনটিভির জেলা প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার ইলেকট্রিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি বাংলাভিশনের জেলা প্রতিনিধি এম.আর খোকন, চ্যানেল আই’র জেলা প্রতিনিধি সরওয়ার আজম মানিক, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মো. জুনাইদ, চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি নুপা আলম, বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন (বিওজেএ) জেলা সাধারণ সম্পাদক ও দৈনিক ইনানীর মফস্বল সম্পাদক ইমাম খাইর, বিডিনিউজ এর জেলা প্রতিনিধি শংকর বড়–য়া রুমী, জাতীয় পরিবেশ ও মানবাধিকার সোসাইটির জেলা সভাপতি এসএম ছৈয়দ উল্লাহ আজাদ, বাংলাদেশ সময় জেলা প্রতিনিধি চঞ্চল দাশ গুপ্ত, দৈনিক আপনকণ্ঠের উপ-সম্পাদক মো. শাহনেওয়াজ, রামু উপজেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক সরওয়ার আলম, কক্সবাজার খবর ডট কম সম্পাদক আনোয়ার হাসান চৌধুরী, ‘রাজাকার নামা’ বইয়ের লেখক কবি কালাম আজাদ, বাংলাএক্সপ্রেস’র জেলা প্রতিনিধি আতিকুর রহমান মানিক, দৈনিক ভোরের পাতার জেলা প্রতিনিধি মোহাম্মদ শফিক প্রমুখ।

পাঠকের মতামত: