ঢাকা,মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

কক্সবাজার সদরের উপকুলীয় এলাকা পরিদর্শনে এমপি কমল

নীতিশ বড়ুয়া, রামু ::

কক্সবাজার সদর উপজেলার উপকুলীয় এলাকা পরিদর্শন করেছেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। তিনি গত দু’দিন ধরে উপকুলের আতংকিত মানুষের পাশে থেকে মনে সাহস দিয়ে যাচ্ছেন। ঘুর্ণিঝড় ‘ফণী’ কক্সবাজারে আঘাত হানতে পারে এমন খবরে সাইমুম সরওয়ার কমল এমপি ৩ মে শহরের উপকুলীয় এলাকার আতংকিত মানুষের পাশে ছুটে যান। এসময় তিনি আতংকিতদের নিরাপদ আশ্রয়ে থাকার আহবান জানিয়ে বলেন, ঘুর্ণিঝড় পূর্ববর্তী, ঘুর্ণিঝড় সময়ে ও ঘুর্ণিঝড় পরবর্তী দুর্যোগ মোকাবেলায় সরকার ও বাংলাদেশ আওয়ামী লীগ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে সচেষ্ট ছিলেন। তিনি কক্সবাজার-রামুসহ দেশবাসিকে দুর্যোগ থেকে রক্ষার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া কামনা করেছেন। কক্সবাজারবাসিকে ঘুর্ণিঝড় ফণীর আঘাত থেকে মুক্ত রাখায় মহান আল্লার কাছে এমপি কমল শুকরিয়া আদায় করেন। শনিবার, ৪ মে আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি সদর উপজেলার উপকুলীয় এলাকা খুরুশকুল, চৌফলদন্ডী ও পোকখালীর গোমাতলী পরিদর্শন করেন। এ সময় এমপি কমল পশ্চিম গোমাতলীর ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ ও মধ্যম গোমাতলীর ক্ষতিগ্রস্থ সেতু দ্রুত সংস্কারের উদ্যোগ নেয়া হবে বলে স্থানীয়দের জানান। পরিদর্শনকালে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু তালেব, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এডভোকেট একরামুল হুদা, চৌফলদন্ডী ইউনিয়নের চেয়ারম্যান ওয়াজ করিম বাবুল, পোকখালী ইউনিয়নের চেয়ারম্যান নুর ছিদ্দিক, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: