ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

চকরিয়া থানার নবাগত ও পুরাতন দুই ওসিকে বিদায়বরণ উপলক্ষে প্রশাসনের সংবর্ধনা 

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::

চকরিয়া থানার নবাগত ওসি হাবিবুর রহমানকে বরণ ও পুরাতন ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরীকে বিদায় উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনারম্বড় অনুষ্ঠানে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে (ইউএনও নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মো. মতিউল ইসলাম, চকরিয়া থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান, বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী, ওসি তদন্ত এসএম আতিক উল্লাহ, কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাহারবিল ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল, চিরিংগা ইউপি চেয়ারম্যান আলহাজ জসিম উদ্দিন, কোনাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার, কাকারা ইউপি চেয়ারম্যান শওকত ওসমান, বিএমচর ইউপি চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলম, চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরী, কার্যকরী সভাপতি ছোটন কান্তি নাথ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কামাল হোসেন, উপজেলা এনজিও সমন্বয়ক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ নোমান, চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শওকত হোসেন, উপজেলা আওয়ামীলীগ নেতা পরিমল বড়ুয়া প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক নেতৃবৃন্দসহ থানার বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্টান শেষে চকরিয়া থানার বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরীকে উপজেলা প্রশাসনের পক্ষথেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এমপি জাফর আলম ও ইউএনও নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমান।

পাঠকের মতামত: