ঢাকা,শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

নুসরাত হত্যায় ন্যায়বিচারের দাবীতে মানববন্ধন চকরিয়ায়

নিউজ ডেস্ক ::  কক্সবাজারের চকরিয়ায় সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি উদ্যোগে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার ন্যায় বিচার ও দায়ীদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগের দাবীতে মানববন্ধন করা হয়েছে।আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌরশহরের চিরিংগা নিউ মার্কেট এ মানববন্ধন অনুষ্টিত হয়।
সচেতন নাগরিক কমিটি (সনাক), চকরিয়া’র সভাপতি অধ্যাপক এ.কে.এম. শাহাবু্িদ্দনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে সনাক, স্বজন, ইয়েস সদস্য, সরকারি-বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক, ব্যবসায়ী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার সাধারণ জনগন স্বত:ফূর্ত অংশগ্রহণ করেন।
টিআইবি’র আঞ্চলিক ব্যবস্থাপক এ.জি.এম.জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ডুলাহাজারা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলহাজ¦ ফরিদ উদ্দিন চৌধুরী, চকরিয়া (আবাসিক) মহিলা কলেজের অধ্যাপক বুলবুল জান্নাত শাহীন, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এ এম এনামুল হক, টিআইবির প্রোগ্রাম ম্যানেজার গাজী গোলাম মোহাম্মদ, নারী নেত্রী জন্নাতুল বকেয়া রেখা, সূর্যের হাসি ক্লিনিক ম্যানেজার মো. মামুনুল ইসলাম, সনাক সদস্য জিয়া উদ্দিন প্রমুখ।
এসময় বক্তারা বলেন- দেশে বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠায় ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে হায়েনার আগুনে পুড়ে মৃত্যুবরণ করতে হয়েছে। সারা দেশে প্রতিনিয়ত নারীরা নির্যাতিত, ধর্ষিত ও ধর্ষনের পরে খুন হচ্ছে। অথচ আইন থাকলেও আইনের যথাযথ প্রয়োগ না থাকায় এ ধরনের ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কখনো কখনো আইনের আশ্রয় নেয়ায় হিতে বিপরীতও হচ্ছে এবং নুসরাতের হত্যাকান্ড অনেকটা তাই প্রমান করে।
তারা আরো বলেন, মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে শ্লিলতাহানীর অভিযোগে আনা নুসরাতের মামলা শুরুতেই যদি ব্যবস্থা নেয়া হত তাহলে নুসরাতকে পুড়িয়ে মারার সুযোগ পেত না। নুসরাত হত্যার বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত করে সকল দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবী জানানো হয়।

পাঠকের মতামত: