ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

পবিত্র রমজানকে সামনে রেখে বাড়েছে বিভিন্ন পণ্যের দাম!

নিউজ ডেস্ক ::

পবিত্র রমজান মাস যতই ঘনিয়ে আসছে,ততই বাড়ছে শাক-সবজি, মাছ-মাংসসহ বিভিন্ন পণ্যের দাম। বাজার দ্রব্য মুল্য নিয়ে অসাধু ব্যবসায়ীরা দ্বিগুন দাম হাকাচ্ছে বলে ক্রেতাদের অভিযোগ। ঈদগাঁও বাজারের ব্যবসায়ী সিন্ডিকেট নিজেদের ইচ্ছে মতো দাম হাঁকাচ্ছে। বাজারে ক্রেতাদের চাহিদা বুঝে যে যার মতো করে বিভিন্ন শাক-সবজি, মাছ-মাংসের দাম চাইছে। ২২ এপ্রিল ঈদগাঁও বাজার বিভিন্ন অলি-গলি ঘুরে জিনিস পত্রের দামের এ তারতম্য দেখা গেছে। এরই মধ্যে বাজারে বেড়ে গেছে বিভিন্নরকমের পন্যের দাম। তবে সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে পিয়াজের দাম। বাজারে প্রতি কেজি দেশি আলু বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকায়। বরবটি ৩০টাকা,বেগুন ৩০ টাকা,ডেরশ ৫০ টাকা,শশা ৩০ টাকা, কাঁচা মরিচ ৩০ থেকে ৩৫ টাকা,শুকনা মরিচ ২১০ টাকা,তিত করল ৫০ থেকে৬০ টাকা,পিয়াজ ২০ টাকা,রশুন ১০০ টাকা,আদা ১০০ টাকা, টমেটু ৩৫ থেকে ৪০ টাকা,সয়াবিন তৈল ৯৪ থেকে ১১০ টাকা, চুলা ৭৫ থেকে ৮৫ টাকা, চিনি ৫২ টাকা, বেশ কজন ক্রেতাদের মতে, প্রতি বছর রমজান মাসের আগেই অসাধু ব্যবসায়ীদের একটি চক্র অতি মুনাফার লোভে বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে দেয়। এবারো তার ব্যতিক্রম হয়নি। রোজা শুরু হওয়ার বেশ কিছুদিন আগে থেকেই তারা এবার সব জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে। গ্রীষ্মকালীন শাক-সবজিতে বাজার ভরে উঠলেও দাম কমছেনা বরং প্রতিদিনই বাড়ছে। বাজার ঘুরে দেখা গেছে, খুচরা সবজি বিক্রেতাদের মতে, পাইকারি বাজারে দাম বেশি হওয়ায় তাদের বেশি টাকায় কিনতে হচ্ছে। অন্যদিকে, পাইকারি বিক্রেতাদের দাবি, গেল শিলাবৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় খেতের সবজি নষ্ট হওয়ায় বাজারজাত কম হচ্ছে। তাই দাম কিছুটা বেড়েছে। এছাড়া ব্রয়লার মুরগি ১৭০ টাকা,লাল লেয়ার মুরগি ২৪০/২৫০ টাকা কেজিতে। গরুর মাংস বিক্রি হচ্ছে ৫৫০ টাকার উপরে বিক্রি হচ্ছে। বিভিন্ন ধরনের মাছও বেশ চড়া দামে বিকিকিনি হচ্ছে। বাজারে ডিমের দাম কিছুটা কমেছে। বাজার মনিটরিং করার বিষয়ে দেখার কেউ নেই। বাজারে তদারকির অভাবেই ব্যবসায়ীরা ইচ্ছেমতো কার সাজি করে ফায়দা লুটে নিচ্ছেন বলে অভিযোগ ক্রেতাদের। আসন্ন পবিত্র রমজানের আগেই বাজার মনিটরিংয়ের দাবী জানান বৃহত্তর ঈদগাহ’র সাধারন ক্রেতারা।

পাঠকের মতামত: