ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

পেকুয়ায় কাছারীমোড়া সাহিত্যকেন্দ্রের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক ::

পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের কাছারীমোড়া এলাকায় যাত্রা শুরু হয়েছে একটি পাঠাগারের। এই পাঠাগারের নাম দেওয়া হয়েছে ‘কাছারীমোড়া সাহিত্যকেন্দ্র’। সাহিত্যকেন্দ্রটি পরিচালনা করবে শিলখালী নবতরুণ সংঘ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

আজ সোমবার কাছারীমোড়া সাহিত্যকেন্দ্রের উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেল চারটায় বেলুন উড়িয়ে ও ফিতা কেটে সাহিত্যকেন্দ্রের উদ্বোধন করেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু ও কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসমা উল হোসনা।
বিকেল সাড়ে চারটায় সাহিত্যকেন্দ্রের হলরুমে শিলখালী নবতরুণ সংঘের সভাপতি এস এম হানিফের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসমা উল হোসনা। এছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন পেকুয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম দিদারুল করিম, সাবেকগুলদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুল হক, শিলখালী নবতরুণ সংঘের সাবেক সভাপতি শাহেদুল ইসলাম শাহেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিলখালী নবতরুণ সংঘের সাধারণ সম্পাদক তানজিমুল ইসলাম জিসাদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেকুয়া প্রেসক্লাবের সভাপতি ছফওয়ানুল করিম, পেকুয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. ফারুক, চট্টগ্রাম প্রতিদিনের স্টাফ রিপোর্টার এহসান আল কুতুবী, সিপ্লাস টিভির সাংবাদিক এফ এম সুমন, বিজয় টিভির সাংবাদিক জসিম উদ্দিন, দৈনিক আপনকণ্ঠের সাংবাদিক মোহাম্মদ হিজবুল্লাহ, শিলখালী ১ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার জাহেরুল ইসলাম জাহেদ, শিলখালী নবতরুণ সংঘের সহসভাপতি সেলিম উদ্দিন, সদস্য শিহাবুল ইসলাম, সানাউল্লাহ সানি, এহেছানুল হক, আলম নূর, জুনাইদুল ইসলাম, শামীমুল ইসলাম লিটন, শিলখালী ইউনিয়ন পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিদারুল ইসলাম, সমাজসেবক হেলাল উদ্দিন, ইদ্রিছ আলী, আবু তৈয়ব, পহরচঁদা পাঠাগারের পরিচালক শোয়াইবুল ইসলাম প্রমুখ।

পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ বলেন, পেকুয়া উপজেলার মধ্যে শিলখালী ইউনিয়ন শিক্ষাবান্ধব এলাকা হলেও কাছারীমোড়া এলাকাটি নানাক্ষেত্রে খুব বেশি অবহেলিত। এই গণপাঠাগার অবহেলিত জনপদে শিক্ষা বিস্তারে ব্যাপক ভুমিকা রাখবে।

কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসমা উল হোসনা বলেন, পাঠাগারের অর্থ হচ্ছে জ্ঞানের মহাসমূদ্র। আজ কাছারীমোড়া এলাকায় সেই পাঠাগার স্থাপিত হয়েছে। এ পাঠাগারের আলোয় আলোকিত হবে কাছারীমোড়ার মানুষ। যতদিন বাঁচব তাঁদের পাশে থেকে সবধরণের সহযোগিতা দিয়ে যাবো। পাঠাগার স্থাপিত হওয়ায় এলাকার তরুণ সমাজ কোনো অপরাধে জড়িত হবে না বলে দৃঢ় বিশ্বাস রাখি।

পাঠকের মতামত: