ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় মৃত মহিষের মাংস জব্দ করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, পেকুয়া::

কক্সবাজারের পেকুয়ায় বিক্রি করার সময় মৃত মহিষের মাংস জব্দ করেছে পেকুয়া থানা পুলিশ। ঘটনাটি ঘঠেছে শনিবার সকাল ১০টায় পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের নন্দির পাড়া ষ্টেশন এলাকায়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গছে, পবিত্র শবে বরাত কে সামনে রেখে ফাতেহা উপলক্ষে মাংস বিক্রির উদ্দেশ্যে স্থানীয় কিছু ব্যবসায়ী একটি মহিষ ক্রয় করেন। ওই মহিষটি শুক্রবার রাতে মারা যায়। পরে মাংস বিক্রেতা সিন্ডিকেটের লোকজন অগোচরে মহিষটি জবাই করে দেয়। পরদিন শনিবার সকালে এরা মৃত মহিষের মাংস বাজারজাত করতে নন্দির পাড়া ষ্টেশনে নিয়ে আসে। বিষয়টি স্থানীয়দের মধ্যে জানাজানি হলে মাংস বিক্রিতে বাঁধার মূখে পড়ের মাংস বিক্রেতা সিন্ডিকেট। খবর পেয়ে পেকুয়া থানার এসআই শফিকুলের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাংস বিক্রেতারা দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে মাংসগুলি জব্দ করে পেকুয়া থানায় নিয়ে আসে।

এসআই শফিকুল জানান, জব্দ হওয়া মাংসের কিছু অংশ পরিক্ষার জন্য পেকুয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বরাবরে পাঠানো হয়েছে। পরিক্ষা-নিরিক্ষা শেষে প্রতিবেদন পাওয়া গেলে জড়িতদের বিরোদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। থানা সুত্রে জানা গেছে উদ্ধার হওয়া মাংস মাটির নিচে পুঁতে ফেলা হয়েছে।

পাঠকের মতামত: