ঢাকা,শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

সড়ক দূর্ঘটনার কবলে লামা উপজেলা চেয়ারম্যানের গাড়ী: নিহত ২, আহত ৪

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি: 
চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ায় অটোরিক্সার সাথে বান্দরবান জেলার লামা উপজেলা পরিষদ চেয়ারম্যানের গাড়ির সংর্ঘষে ২ নিহত ও ৪ জন আহত হয়েছেন।
রবিবার (৩১ মার্চ) পোমরা ইউনিয়নের সেলিমা কাদের কলেজ গেইট এলাকায় সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আবদুল আজিজ (৩৫) ও তার শিশু কন্যা আছিয়া আক্তার (৩)।
এছাড়াও এঘটনায় আহত হয়েছেন- লামা উপজেলা উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াই নু অং চৌধুরী (৪৯), তার পুত্র অংকিয় চৌধুরী (৮), নিহত আবদুল আজিজের স্ত্রী তাহেরা বেগম (২৩) ও  অটোরিকশা চালক মো. কাঞ্চন।
আহত তাহেরা বেগম ও অটোরিকশা চালক মো. কাঞ্চনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে লামা উপজেলা উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াই নু অং চৌধুরী ও তাঁর পুত্র অংকিয় চৌধুরী কে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদশীরা জানিয়েছেন, লামা উপজেলা চেয়ারম্যানের গাড়ি চালক জিয়াউর রহমান সামান্য আঘাত পেয়েছে।
রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তোফাজ্জল ও রবিউল হোসেন বলেন, ‘লামা উপজেলা চেয়ারম্যান ও তাঁর পুত্র সামান্য আঘাত পেয়েছেন। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গিয়েছেন।’
রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঞা বলেন, দূর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে গিয়েছি। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত: