ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

আলীকদমে পিকআপের ধাক্কায় শিশু নিহত

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি ::  বান্দরবানের আলীকদমে সড়ক দুর্ঘটনায় সাকিব আল হাসান (৫) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার বিকেল ৫টায় আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের এরশাদ মেম্বার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায় শিশুটি আলীকদম-ফাসিয়াখালী রাস্তার পাশে খেলা করছিল। এসময় চট্টমেট্রো ড-১১-০৯৯০ পিকআপ শিশুটিকে ধাক্কা দিলে শিশুটি পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার সেকেন্ড অফিসার এসআই আজমগীর বলেন, আমরা গাড়িটি জব্দ করেছি কিন্তু চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েনে পুলিশ।

পাঠকের মতামত: