ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

নৌবাহিনীর উদ্ধার অভিযানে বঙ্গোপসাগর হতে বিধ্বস্ত বিমান ও ক্রুদের উদ্ধার

Newqs Pic (2)চট্টগ্রাম ঃ নৌবাহিনীর উদ্ধার অভিযানে বঙ্গোপসাগরে বিদ্ধস্ত বেসামরিক কার্গো বিমানের ক্রুদের উদ্ধার করা হয়েছে। দূর্ঘটনার পরপরই জরুরীভিত্তিতে নৌবাহিনীর দুইটি জাহাজ বানৌজা অপরাজেয় ও বানৌজা অতন্দ্র, একটি ল্যান্ডিং ক্রাফট, একটি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট, নৌবাহিনীর স্পেশাল ফোর্সের তিনটি ডিফেন্ডার ক্লাস বোট, জাহাজের দুটি বোট, চ্যানেল রাইডার অভিযানে নিয়োজিত নৌবাহিনীর অপর একটি বোট এবং নৌবাহিনীর তিনটি ডুবুরী দল উদ্ধার অভিযানে অংশ নেয়।

আজ সকাল সাড়ে নয়টায় কক্সবাজার বিমান বন্দর থেকে যশোর যাওয়ার পথে ট্রু এভিয়েশনের বেসরকারী কার্গো বিমানটি কক্সবাজারের নাজিরাটেক সমুদ্র পয়েন্টে বিদ্ধস্ত হয়। বিমান বিদ্ধস্ত হওয়ার খবর পাওয়ার সাথে সাথে নৌবাহিনীর জাহাজ ও বিমান, বোট এবং ডুবুরী দল দ্রুততম সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এরআগে নৌবাহিনীর মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট ঘটনাস্থলে পৌছে আকাশে টহল দিতে থাকে এবং বিধ্বস্ত বিমানের অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে নৌবাহিনীর এয়ারক্রাফট হতে জাহাজে পাঠানো তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে নৌবাহিনীর জাহাজ, বোট ও ডুবুরী দল এবং কোস্ট গার্ডের সদস্যরা দুপুরের মধ্যে একজনকে জীবিত এবং তিনজনকে মৃত উদ্ধার করে। উদ্ধারকৃত সকলেই ইউক্রেনের নাগরিক ছিলেন।

পাঠকের মতামত: