ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

কক্সবাজার শহরে ইয়াবা সহ নারী সাংবাদিক আটক

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার ::

কক্সবাজারে নুসরাত পাইরিন নামের এক অনলাইন সাংবাদিককে ২৯৭৫ পিচ ইয়বা সহ আটক করেছে র‌্যাব।

পরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

ওই নারী সাংবাদিক রামু উপজেলার জোয়ারিয়া নালা এলাকার নুরুল হোসেনের মেয়ে এবং কক্সবাজার সিটি কলেজের অনার্সে ইসলামিক ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী।

জানা গেছে, ৩০ জানুয়ারী রাত ৮টার দিকে কক্সবাজার শহরের খুরুশকুল রোড়ের পার্শ্ববর্তী একটি মহিলা হোস্টেলে অভিযান চালিয়ে ইয়াবা সহ হাতেনাতে তাকে আটক করে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের একদল সদস্য।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, হাতবদলের জন্য ইয়াবা সহ অবস্থান করছেন গোপন সংবাদের ভিত্তিতে ওই মহিলা হোস্টেলে অভিযান চালিয়ে নুসরাত পাইরিন নামের ওই নারী সাংবাদিককে ইয়াবা সহ আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

সূত্রে জানা যায়, ধৃত ওই নারী দীর্ঘদিন ধরে পড়ালেখার পাশাপাশি স্থানীয় একটি অনলাইন পত্রিকায় সাংবাদিক হিসেবে কর্মরত রয়েছেন।

সাংবাদিকতার আড়ালে সে জড়িয়ে পড়ে ইয়াবা ব্যবসায়। অবশেষে বিষয়টি নিশ্চিত হবার পর র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে তাকে ইয়াবা সহ আটক করতে সক্ষম হয়।

এব্যাপার থানায় মামলা হয়েছে বলে জানান ওসি অপারেশন মাঈন উদ্দি।

পাঠকের মতামত: