ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় চোর সিন্ডিকেটের প্রধান গ্রেপ্তার

পেকুয়া প্রতিনিধি ::

পেকুয়ায় চোর সিন্ডিকেটের প্রধান জয়নাল আবদীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত জয়নাল আবদীন সদর মাতবর পাড়া এলাকার মৃত নুরুল কবিরের পুত্র। শুক্রবার রাত সাড়ে ৮টায় চোরাইকৃত ৫ভরি স্বর্ণ ও ল্যাপটপসহ বেশ কিছু মালামাল তার কাছ থেকে উদ্ধার করা হয়।

পেকুয়া থানার ওসি জাকির হোসেন ভূইয়া বলেন, জয়নাল আবদীন উপজেলা চোর সিন্ডিকেটের প্রধান। দীর্ঘদিন ধরে পুলিশ তাকে আটক করারর চেষ্টা করে আসছিল। সর্বশেষ রাতে এসআই সুমন সরকারের নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। এসময় তার কাছ থেকে স্বর্ণ ও ল্যাপটপ উদ্ধার করা হয়। তিনিসহ জড়িত আরো কয়েকজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

পাঠকের মতামত: