ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

চকরিয়া সরকারি কলেজে যৌন হয়রানি প্রতিরোধ কল্পে র‌্যালী ও আলোচনা সভা

এম.জিয়াবুল হক, চকরিয়া ::

চকরিয়া উপজেলার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্টান চকরিয়া সরকারী কলেজে যৌন হয়রাণি প্রতিরোধকল্পে এনজিও সংস্থা প্রত্যাশীর আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচীর আওতায় যৌন হয়রানী প্রতিরোধ মুলক সেমিনারটি শিক্ষক, শিক্ষার্থীদের অংশগ্রহনে অনুষ্ঠিত হয়।

শনিবার বেলা ১১টায় চকরিয়া সরকারী কলেজ ক্যাম্পাস থেকে শিক্ষক এবং শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে মহাসড়ক হয়ে আমজাদিয়া মাদ্রাসা এলাকা ঘুরে কলেজ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

চকরিয়া সরকারী কলেজের বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক পদ্মলোচন বড়–য়ার সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার। সভায় বিশেষ অতিথি ছিলেন কলেজের শিক্ষক অধ্যাপক শামশুল হুদা, অধ্যাপক মুজিবুল হক রতন, চকরিয়া প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক মনজুর আলম ও প্রোগ্রাম কর্মকর্তা নুর মোহাম্মদ উজ্জল।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্টানসহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে যৌনহয়রানী বন্ধে শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীরাও বলিষ্ট ভুমিকা রাখতে পারে। এনজিও সংস্থা প্রত্যাশীর এই ধরণের মহৎ আয়োজনকে স্বাগত জানিয়ে ভূঁয়শী প্রশংসা করেন বক্তারা।

পাঠকের মতামত: