ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

ঢাকায় সমাবেশে যোগ দিতে কক্সবাজারে আওয়ামী লীগের ব্যাপক প্রস্তুতি

কক্সবাজার প্রতিনিধি ::
জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর আগামীকাল (১৯ জানুয়ারি) রাজধানীতে আওয়ামী লীগের আয়োজিত বিজয় সমাবেশে যোগদান করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে কক্সবাজার জেলা, উপজেলা, পৌর আওয়ামী লীগ ও সংগঠনের নেতাকর্মীরা। ৩০ ডিসেম্বর কক্সবাজারের ৪টি আসনে বিপুল ভোটে জয়লাভের পর কেন্দ্রিয় পর্যায়ে এটি প্রথম জনসভা। এতে বিপুল সমাগম করতে নবনির্বাচিত ৪ সাংসদও জোর প্রস্তুতি নিয়েছেন।
আওয়ামী লীগের উদ্যোগে রাজধানীতে অনুষ্ঠিতব্য বিজয় সমাবেশে যোগদান করতে কক্সবাজারে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে। জেলা আওয়ামী লীগের গত ১৭ জানুয়ারি প্রস্তুতি সভা করেছে, এ ছাড়া কক্সবাজার পৌর আওয়ামী লীগের পক্ষ থেকেও প্রস্তুতি গ্রহন করেছে।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান জানিয়েছেন সমাবেশকে সফল করতে ইতোমধ্যে কক্সবাজার জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। জেলার প্রতিটি ইউনিটকে জনসভায় যোগদানের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাধীনতার পরে কক্সবাজারের ৪টি আসনে আওয়ামী লীগের এমপিরা প্রথমবারের মত নেতৃত্ব দিচ্ছেন। এ ছাড়া কক্সবাজারের প্রতি প্রধানমন্ত্রীর আলাদা দৃষ্টি ভঙ্গি থাকায় আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি।
মহেশখালী-কুতুবদিয়ার সাংসদ আশেক উল্লাহ রফিক বলেন, মহেশখালী-কুতুবদিয়া থেকে অন্তত ২ হাজার মানুষ রাজধানীর বিজয় সমাবেশে যোগদান করবে। আমরা সে ভাবেই প্রস্তুতি নিয়েছি। মহেশখালী-কুতুবদিয়ার মানুষ প্রধানমন্ত্রীকে কতটা ভালবাসেন তা আবারো প্রমান করতে চাই। কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম জানিয়েছেন, বিজয় সমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে কক্সবাজার পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে পৃথকভাবে প্রস্ততি নেওয়া হয়েছে। জনসভায় যোগদান করতে কক্সবাজার পৌর এলাকার মানুষ উদগ্রিব হয়ে আছেন। কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর জানিয়েছেন, বিচ্ছিন্ন দ্বীপ কুতুবদিয়া থেকে আশেক উল্লাহ রফিক এমপি’র নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহন করবে। আমরা আজই ঢাকা যাত্রা শুরু করব। একই ভাবে প্রস্তুতি নিয়েছে মহেশখালী, পেকুয়া, চকরিয়া, রামু, কক্সবাজার সদর, কক্সবাজার পৌর আওয়ামী লীগ, উখিয়া ও টেকনাফ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পাঠকের মতামত: