ঢাকা,বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

কক্সবাজারে খাস জমিতে নির্মিত স্হাপনা উচ্ছেদ 

নিজস্ব প্রতিবেদক ::  কক্সবাজার শহরের পশ্চিম বাহারছড়ায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসন। শুক্রবার সকাল ১০ টা থেকে শুরু হওয়া এ অভিযানে বাহারছড়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় খাস জমি দখল করে গড়ে তোলা কয়েকটি অবৈধ বসতবাড়ী, দোকান ও টমটম গ্যারেজ উচ্ছেদ করা হয় বলে জানিয়েছেন সদর উপজেলা ভূমি অফিসের কানুনগো বসন্ত কুমার চাকমা। জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আশরাফুল আফসার ও অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্হিত ছিলেন। এলাকাবাসী জানান, অবৈধ এসব ঝুপড়ি চোর-ডাকাত ও ছিনতাইকারীদের আড্ডায় পরিণত হয়েছিল। এসব স্হাপনা উচ্ছেদের পর এখানকার অপরাধীরা জনৈক রফিক মুন্সীর কলোনীতে উঠেছে বলে জানা গেছে। এর অদুরবর্তী স্হানে অতিরিক্ত পুলিশ সুপারের সরকারী বাসভবনের ১০০ গজ পশ্চিমে খাস জমি দখল করে রাতারাতি সেমিপাকা উক্ত  স্হাপনা গড়ে তোলে রফিক মুন্সী। এই স্হাপনাও উচ্ছেদ করার দাবী জানিয়েছেন এলাকাবাসী।

পাঠকের মতামত: