ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় বিএনপির দুই নেতা গ্রেপ্তার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি ::

কক্সবাজারের চকরিয়ায় পৃথক অভিযান চালিয়ে নাশকতা মামলায় বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ ২৫ডিসেম্বর মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে চকরিয়া পৌর বাস টার্মিনাল এলাকা থেকে উপজেলা শ্রমিকদলের আহবায়ক জয়নাল আবেদীনকে (৪০) ও দুপুর দুইটার দিকে বদরখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আকবর মেম্বারকে (৫৫) বদরখালী বাজার থেকে গ্রেপ্তার করা হয়।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বিএনপির দুই নেতাকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে তিনি বলেন তাদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠনো হয়েছে।

এদিকে চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দার বলেন, একাদশ সংসদ নির্বাচনের আগে মিথ্যা মামলা দিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীকে নির্বাচন থেকে দুরে সরিয়ে রাখতে গ্রেপ্তার করা হচ্ছে। অবিলম্বে গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মীদের মুক্তি দাবী করছি।

পাঠকের মতামত: