ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

পেকুয়ার তেলিয়াকাটায় ‘ধানের শীষে’র কার্যালয় উদ্বোধন, চারদিকে ধানের শীষের জোয়ারে ভিত আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক ::

কক্সবাজার-০১ (চকরিয়া-পেকুয়া) সংসদীয় আসনের নির্বাচনী এলাকা পেকুয়া সদর ইউনিয়নের তেলিয়াকাটায় জাতীয়তাবাদী দল বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী এডভোকেট হাসিনা আহমদের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৯ ডিসেম্বর) বিকেলে পেকুয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাফায়াত আজিজ চৌধুরী রাজু ফিতা কেটে এই কার্যালয়ের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান শাফায়াত রাজু বলেন, ‘চারদিকে ধানের শীষের গণজোয়ার শুরু হয়েছে। তা দেখে আওয়ামী লীগ ভীত হয়ে আমাদের প্রচার প্রচারণায় বাধা দিচ্ছে।’

তিনি বলেন, ‘ইনশা আল্লাহ, দেশের মানুষ ভোট দিতে পারলে আমাদের বিজয় সুনিশ্চিত।’

ওই সময় পেকুয়া উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ইউসুফ রুবেল, বিএনপি নেতা মনু মেম্বার, যুবদল নেতা সরওয়ার, স্থানীয় বিএনপি নেতা জাকের, ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক এরফানুল হক, জালাল, আজম খান, মোহাম্মদ আনছারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: