ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

আলীরাজের চাকায় পিষ্ট হয়ে মারা গেল মোটরসাইকেল আরোহী

শাহীন মাহমুদ রাসেল ::
কক্সবাজার সদরের ঝিলংজা খরুলিয়ায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৪/৫ জন।
বুধবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় সোয়া ৭টার দিকে দরগাহপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তাক (২৮) কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকার হালিমা পাড়া গ্রামের হাজী কালু আহমেদের ছেলে।
স্থানীয়রা জানায়, ঈদগাঁওগামী আলীরাজ পরিবহনের (জ১১-০২৮৫) নাম্বারের একটি মিনিবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটর সাইকেলটি বাসের চাকার নিচে চলে যায় এবং ঘটনাস্থলেই এর আরোহীর মৃত্যু হয় এবং দুজন গুরুতর আহত হয়। পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খেলে অন্তত বাসের কয়েকজন যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে, তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

পাঠকের মতামত: