ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

উখিয়ায় উপজাতি গৃহবধুকে ধর্ষণ

নিউজ ডেস্ক ::
উখিয়ার নৃতাত্বিক জনগোষ্টী অধ্যুষিত জনপদ তেখোলা জঙ্গলে সদ্য প্রসূতি উপজাতি গৃহবধু গীতা রানি তংচঙ্গা (১৯) ধর্ষনের শিকার হয়েছে। সে স্থানীয় দিন মজুর সুকুমার তংচঙ্গার স্ত্রী। জ¦ালানি কুড়াতে বাড়ীর পাশর্^ভর্তি জঙ্গলে গেলে একই এলাকার উসমানের ছেলে নরপশু, মাদকসেবী শামশুল আলম (২৫) তাকে বিবস্ত্র করে জোরপূর্বক ধর্ষন করে। সোমবার বিকাল ৫ টার দিকে এ ঘটনাটি ঘটে। এব্যাপারে সুকুমার তংচঙ্গা বাদী হয়ে বুধবার সকালে উখিয়া থানায় একটি এজাহার দায়ের করেছে। স্থানীয় উপজাতি নেতা বাউনু চাকমা জানান, সদ্য প্রসূতি গীতা রানীকে ধর্ষন করায় তার রক্তক্ষরন হচ্ছে। তাকে উখিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, দায়েরকৃত এজাহারটি ধর্ষন মামলা হিসাবে রুজু করা হয়েছে। যার মামলা নংÑ ১০৪। এঘটনা নিয়ে উপজাতি সম্প্রদায়ের মধ্য মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার ধর্ষক শামশুল আলমকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।

পাঠকের মতামত: