ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

পেকুয়ায় নুরুজ্জামানসহ জামায়াত-শিবিরের ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

পেকুয়া প্রতিনিধি ::
পেকুয়ায় নাশকতা পরিকল্পনার অভিযোগে আটক উপজেলা জামায়াতের নেতা ভাইস চেয়ারম্যান নুরুজ্জাম্মান মঞ্জুসহ ২০জনের নাম উল্লেখসহ আরো ২৫জনকে অজ্ঞাত আসামী করে মামলা রুজু হয়েছে। সোমবার ৩ (নভেম্বর) সকালে থানার এসআই মকবুল হোসেন বাদি হয়ে পেকুয়া থানায় মামলাটি দায়ের করেন।
মামলার আসামীরা হলেন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান নুরুজ্জামান মঞ্জু, মিজবাহ উদ্দিন, জসিম উদ্দিন, আবদু রহিম, হাফেজ জাহাঙ্গীর, মাওলানা মো: হোছাইন, মাওলানা নুরুল আবছার, ইউসুফ, জয়নাল আবদীন, হাবিবুল আলম, মঞ্জুর আলম, মাওলানা শের আলী, আবদু রহিম, জিয়াউল হক, আমিনুর রশিদ, রেজাউল করিম, রিয়াজ উদ্দিন, জাকের উল্লাহ, নুরুল কবির ও নুরুল আলম। আসামীরা জামায়াত-শিবিরের নেতাকর্মী বলে ওসি জাকির হোসেন ভূঁইয়া নিশ্চিত করেন।
পেকুয়া থানার ওসি জাকির হোসেন ভূঁইয়া বলেন, আটক ৩জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপর আসামীদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

পাঠকের মতামত: