ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

বিএনপি নির্বাচন থেকে পালাবার পথ খুঁজছে -পেকুয়া আ’লীগ

নাজিম উদ্দিন, পেকুয়া:

পেকুয়ায় আ’লীগের প্রতিনিধি সমাবেশে বক্তারা বলেছেন, বিএনপি নির্বাচন থেকে পালাবার পথ খুঁজছে। দলছুট নেতাদের এনে বিধ্বস্ত এ দলটিকে নেতৃত্ব দিচ্ছে। তারা বেসামাল হয়েছে। নেত্রী জেলে ভোট করতে না পারবেন সেটি নিশ্চিত হয়েছে। ছেলে বিদেশ থেকে মুঠোফোনে দিক নির্দেশনা দিচ্ছে। যুদ্ধে জয়ী হতে হলে সেনাপতিকে নেতৃত্ব দিতে হয়। রাজপুত্রের এ নির্দেশ বাংলার জনগন প্রত্যাখ্যান করেছে। লুটেরাদের মানুষ বয়কট করছে। শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে বাংলার ১৮ কোটি মানুষ আজ ঐক্যবদ্ধ। এ ঐক্যবদ্ধ আ’লীগ ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী জাফর আলমকে বিজয়ী করবে। মনে রাখতে হবে কোন অপশক্তি ও দুর্নীতিবাজকে বাংলাদেশের মানুষ আর ক্ষমতায় বসাবে না। তারা পরাজয় নিশ্চিত জেনে বেসামাল হয়েছে। নির্বাচন থেকে পালাবার পথ খুঁজছে। সোমবার (৩ ডিসেম্বর) বিকেলে পেকুয়া উপজেলা আ’লীগের উদ্যোগে প্রতিনিধি সমাবেশ অনুষ্টিত হয়। উপজেলা আ’লীগের সভাপতি শাহনেওয়াজ চৌধুরী বিটুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবুল কাসেমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আ’লীগ তথা মহাজোটের মনোনীত প্রার্থী জাফর আলম বিএ (অনার্স) এমএ। পেকুয়া বাজার সমবায় কমিউনিটি সেন্টারে ওই সমাবেশে বক্তব্য রাখেন জেলা আ’লীগের উপদেষ্টা এড. কামাল হোসেন, সদস্য জিএম আবুল কাসেম, মগনামা ইউনিয়ন আ’লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান খাইরুল এনাম, উপজেলা আ’লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এটিএম বখতেয়ার উদ্দিন চৌধুরী, চকরিয়া পৌর আ’লীগ সভাপতি জাহেদুল ইসলাম চৌধুরী লিটু, চকরিয়া উপজেলা আ’লীগ সহসভাপতি শ্রমিক নেতা ফজলুল করিম সাঈদী, শিলখালী ইউনিয়ন আ’লীগের সভাপতি ওয়াহিদুর রহমান ওয়ারেচী, উজানটিয়ার সাধারন সম্পাদক শাহজামাল মেম্বার, রাজাখালীর সাধারন সম্পাদক আবুল কাসেম আজাদ, বারবাকিয়ার সভাপতি আবুল হোসাইন শামা, সদরের সভাপতি আজম খান, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক মোহাম্মদ বারেক, সৈনিক লীগ সভাপতি শহিদুল ইসলাম হিরু, স্বেচ্ছাসেবকলীগ সম্পাদক নিজাম উদ্দিন, ছাত্রলীগ পেকুয়ার সহসভাপতি মেহেদী হাসান ফরায়েজী, ছাত্রলীগ নেতা বেলাল উদ্দিন মিয়াজী প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা আ’লীগ সদস্য এস,এম গিয়াস উদ্দিন, আমিনুর রশিদ দুলাল, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া উপজেলা আ’লীগের সহ-সভাপতি ছরওয়ার কামাল, উজানটিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌধুরী, রাজাখালীর চেয়ারম্যান ছৈয়দ নুর, উজানটিয়ার সভাপতি তোফাজ্জল করিম, রাজাখালীর সভাপতি নুরুল ইসলাম বিএসসি, টইটংয়ের সভাপতি ছরওয়ার কামাল চৌধুরী, সাধারন সম্পাদক জাহেদুল ইসলাম চৌধুরী চেয়ারম্যান, শিলখালীর সম্পাদক বেলাল উদ্দিন, বারবাকিয়ার সম্পাদক কামাল হোসেন, মগনামার সম্পাদক রশিদ আহমদ মেম্বার, সদরের সম্পাদক বেলাল উদ্দিন, মহিলা আ’লীগ সভানেত্রী মর্জিনা মেম্বার, সাধারন সম্পাদক ছেনুয়ারা মেম্বার, যুব মহিলা লীগ সভানেত্রী জন্নাতুল তাহমিনা শিমু, পেকুয়া উপজেলা যুবলীগের সহসভাপতি জিয়াবুল হক জিকু, যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন, জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হাসেম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাখাওয়াত হোসাইন সুজন, কৃষকলীগের যুগ্ম আহবায়ক নাছির উদ্দিন, মো: আলমগীর, মাষ্টার নিজাম উদ্দিন, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ওসমান গণি মেম্বার, ছাত্রলীগ নেতা জাকারিয়া, আমিনুর রশিদ, শাহজাহান মিয়া, মনছুর আলম নানক, উপকুলীয় কলেজ সভাপতি মাঈন উদ্দিন প্রমুখ। এ ছাড়া উপজেলা আ’লীগের সকল নেতৃবৃন্দ, ইউনিয়ন, ওয়ার্ড আ’লীগ ও সকল সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী এ প্রতিনিধি সমাবেশে স্বতস্ফুর্তভাবে অংশ নেন।

বিএনপি থেকে দুই ইউপি সদস্য আ’লীগে যোগদান: এ দিকে প্রতিনিধি সমাবেশে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন থেকে ওই দিন ক্ষমতাসীন দল আ’লীগে যোগ দিয়েছেন। উজানটিয়া ইউনিয়ন থেকে ২ জন ইউপি সদস্যের নেতৃত্বে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মী ওই দিন প্রধান অতিথির হাতে ফুলের তোড়া দিয়ে ক্ষমতাসীন দলে যোগ দিয়েছেন। ইউনিয়ন বিএনপির ৩ নং ওয়ার্ড সভাপতি ও একই ওয়ার্ডের ইউপি সদস্য আবদু রহিম প্রকাশ রহিম মেম্বার ও ইউনিয়ন যুবদলের সহসভাপতি, ২ নং ওয়ার্ড ইউপি সদস্য সাইফুল ইসলাম ওই দিন কর্মী-সমর্থক নিয়ে আ’লীগে যোগ দিয়েছেন। এ বিষয়ে সদ্য আ’লীগে যোগদান করা এ দুই নেতা বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানিত হয়ে এ দলে যোগ দিয়েছি। শেখ হাসিনার রাষ্ট্র পরিচালনা ও ভবিষ্যত বাসযোগ্য বাংলাদেশ বিনির্মানে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী এ সংগঠন ছাড়া কোন দলেরই সম্ভব নয়। তাই অনুপ্রানিত হয়ে আমরা এ দলে যোগ দিয়েছি।

পাঠকের মতামত: