ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় দুটি লম্বা বন্দুকসহ আটক- ২

মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:

চকরিয়ায় দুটি একনলা লম্বা বন্দুকসহ দুই জনকে আটক করেছে থানা পুলিশ। এসময় চারটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে পৃথক অভিযানে অস্ত্র উদ্ধার ও আটকের ঘটনাটি ঘটে।

আটক খুটাখালী ইউনিয়নের কালাপাড়ার সিরাজ মিয়ার পুত্র আরাফাতুর রহমান প্রকাশ সোনা মিয়া (৩৮) ও টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদী মোরা এলাকার মৃত উলা মিয়ার পুত্র মোহাম্মদ হাসান (২৬)।

পুলিশ জানান, চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোঃ আলমগীরের নেতৃত্বে পুলিশের একটি টিম বৃহস্পতিবার দিবাগত রাতে খুটাখালীর সোনা মিয়াকে এক নলা বন্দুক ও ৪ রাউন্ড কার্তুজসহ আটক করে। অপরদিকে একই রাতে থানার উপপরিদর্শক (এসআই) প্রিয় লালের নেতৃত্বে ডুলাহাজারা রংমহলের একটি বসতবাড়ি থেকে লম্বা বন্দুকসহ হাসান নামের ব্যক্তিকে আটক করে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে খুটাখালী ও ডুলাহাজারা থেকে দেশিয় তৈরি দুইটি এক নলা লম্বা বন্দুক ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করে। আটক করা হয় সোনা মিয়া ও হাসানকে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত: