ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

জলবায়ু অর্থায়নে দৃশ্যমান অগ্রগতি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবীতে চকরিয়ায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক ::   আসন্ন কপ-২৪ সম্মেলনে প্যারিস চুক্তি বাস্তবায়নে স্বচ্ছতা কাঠামো সম্বলিত চুড়ান্ত রূপরেখা প্রণয়ন ও প্রতিশ্রæত জলবায়ু অর্থায়নে দৃশ্যমান অগ্রগতি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবীতে মানববন্ধন করেছে সনাক চকরিয়া। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) পরিচালিত সচেতন নাগরিক কমিটি (সনাক) আয়োজনে বুধবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার নিউ মার্কেট সামনে উক্ত মানববন্ধনটি করা হয়েছে। সনাক চকরিয়ার সভাপতি অধ্যাপক একেএম সাহাব উদ্দিনের সভাপতিত্বে ও টিআইবির এরিয়া ম্যানেজারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ডুলাহজারা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরী,  চকরিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি এমআর মাহমুদ, এপেক্স ক্লাব চকরিয়ার সাবেক সভাপতি মোহাব্বত চৌধুরী, সনাক সদস্য জিয়া উদ্দিন প্রমূখ।

পাঠকের মতামত: