ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

চকরিয়া-পেকুয়ার আড়াই’শ বিএনপি নেতার আগাম জামিন লাভ

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী ::  কক্সবাজার জেলার চকরিয়া ও পেকুয়া থানার পুলিশের নাশকতার অভিযোগে দায়েরকৃত ৬টি মামলায় বিএনপি’র আড়াইশ’ নেতা হাইকোর্ট থেকে আগাম জামিন লাভ করেছেন। ২২ নভেম্বর বৃহস্পতিবার হাইকোর্টের ১৬ নং বেন্ঞ্চের বিচারপতি রেজাউল হক ও বিচারপতি জাফর আহামেদ বেন্ঞ্চে আাসমীরা আগাম জামিন চেয়ে আবেদন করলে আদালত শুনানী শেষে আবেদনকারীদের প্রত্যেককে ৮ সাপ্তাহের আগাম জামিন প্রদান করেন। আগাম জামিন প্রদানের বিষয়টি পেকুয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসাইন এবং চকরিয়া পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও আগাম জামিনপ্রাপ্ত অধ্যাপক ফখরুদ্দীন ফরায়েজী এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন। আগাম জামিন প্রাপ্তদের পক্ষে হাইকোর্টে মামলা পরিচালনা করেন, সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জয়নাল আবেদীন ও এডভোকেট মোহাম্মদ রায়হান।
চকরিয়া থানা পুলিশের দায়েরকৃত ২টি মামলায় আগামজামিন প্রাপ্তরা হলেন- উপরোক্ত একজন ছাড়াও অন্যান্যরা চকরিয়া পৌর বিএনপি’র সাধরাণ সম্পাদক মোবারক আলী, যুগ্ম সম্পাদক আবদুর রহিম, মাতামুহুরি বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজ, কক্সবাজার জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন কমিশনার, চকরিয়া উপজেলা যুবদলের আহবায়ক ইব্রাহিম খলিল কাকন, চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মহিউদ্দিন পুতু, চিরিঙ্গা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবদুল হাফিজ মেম্বার, ডুলাহাজারা ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি নজির আহমদ, চকরিয়া উপজেলা শ্রমিকদলের সভাপতি এসএ জয়নাল, চকরিয়া পৌর শ্রমিকদলের সভাপতি মোহাম্মদ জয়নাল আবেদীন, চকরিয়া পৌর শ্রমিকদলের যুগ্ম সম্পাদক মন্ঞ্জুর মোরশেদ, চকরিয়া স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মোহাম্মদ রিয়াদ, চকরিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক মিনহাজ উদ্দিন সহ ৫৪ জন।

অপরদিকে, পেকুয়া থানা পুলিশের দায়েরকৃত অন্য ৪টি মামলায় উপরোক্ত একজন ছাড়াও অন্যান্য আগাম জামিনপ্রাপ্তরা হলেন- পেকুয়া উপজেলা বিএনপি’র সভাপতি ও পেকুয়া ইউপি চেয়ারম্যান বাহাদুর শাহ, সহ সভাপতি আরিফুল ইসলাম মাস্টার, মাস্টার আবু জাফর এমএ, যুগ্ম সাধারণ সম্পদক রেজাউল করিম মিন্টু, সিঃ যুগ্ম সম্পাদক শাহনেওয়াজ মেম্বার, সহ সাংগঠনিক সম্পাদক ইউসুফ রুবেল, পেকুয়া উপজেলা যুবদলের সভাপতি মোসলেহ উদ্দিন, সহ সভাপতি মাহবুবুল করিম, সাধারণ সম্পাদক কামরান জাদীদ মুকুট, সিনিয়র সহ সভাপতি মাহবুব মেম্বার, পেকুয়া ছাত্রদলের সভাপতি সেহেল আজিম, সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইন, পেকুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আাহসান উল্লাহ, বারবাকিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মাস্টার ইউনুস, সাধারণ সম্পাদক মোস্তাক মেম্বার, টৈটং ইউনিয়ন বিএনপি’র সভাপতি মাস্টার জয়নাল আবেদীন সহ ১৯৬ জন।

পাঠকের মতামত: