ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চকরিয়া প্রতিনিধি :: কক্সবাজারের চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়নের মাইজঘোনা গ্রামে সুপারী চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ফরহাদ (২২) নামে এক যুবক বিদ্যুতের আগুনে পুড়ে মারা গেছেন। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ফরহাদ একই এলাকার আবুল হোসেনের ছেলে। শাহারবিল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় লোকজন জানায়, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে একই এলাকার আবদুর রহিমের মালিকানাধীন গাছ থেকে সুপারী চুরি করতে উঠে ফরহাদ। এসময় পাশ দিয়ে পল্লী বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টের লাইনে সুপারী গাছে লেগে বিদ্যুতায়িত হলে গাছ থেকে মাটিতে পড়ে গিয়ে আগুনে পুড়ে ঘটনাস্থলে মারা যায় ফরহাদ। খবর পেয়ে চকরিয়া থানার এসআই আতিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পাঠকের মতামত: