ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

কক্সবাজারে ৪দিন ব্যাপী আয়কর মেলা শুরু

এম.এ আজিজ রাসেল, কক্সবাজার ::

বর্ণাঢ্য আয়োজনে পর্যটন নগরী কক্সবাজারে ১৫-১৮ নভেম্বর পর্যন্ত শুরু হয়েছে ৪দিন ব্যাপী আয়কর মেলা। বৃহস্পতিবার সকালে বিয়াম ফাউন্ডেশন প্রাঙ্গনে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ট্যাকসেস আপীলত ট্রাইব্যুনাল চট্টগ্রাম বেঞ্চের সদস্য (কর কমিশনার) মোহাম্মদ ইকবাল হোসেন।

চট্টগ্রাম কর অঞ্চল-৪ এর পরিদর্শী অতিরিক্ত কর কমিশনার মুহাম্মদ মফিজ উল্ল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মাহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, বিয়াম ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ আনোয়ার পাশা, কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী ও কর আইনজীবি সমিতির সভাপতি এড. ছৈয়দুল হক।

সভায় প্রধান অতিথি বলেন, এক সময় কর আদায়কে শোষণ-নিপীড়নের হাতিয়ার বলা হতো। আর বর্তমানে কর আদায় মানে সমৃদ্ধির। আগের তুলনায় দেশে করদাতার সংখ্যা বেড়েছে। বেড়েছে কর দেয়ার আগ্রহ। তাই দেশ আজ উন্নয়নের পথে এগুচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন বলেন, শুধু কর দিয়ে সর্বোচ্চ সম্মাননা পেলে হবে না। সে টাকার উৎসও বের করা প্রয়োজন। মাদক ব্যবসায়ীরা কর দিয়ে সর্বোচ্চ সম্মাননা নিচ্ছে। যা অত্যন্ত দুঃখজনক। তাই তাদের অবৈধ উপার্জনের উৎস বের করা হবে।

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কর অঞ্চল-৪ চট্টগ্রাম এর পরিদর্শী যুগ্ম কর কমিশনার মাসুদ রানা। এডভোকেট তানজিনা ছিদ্দিকার পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন কর পরিদর্শক গোলাম কিবরিয়া, মোঃ জুনাইদ, আ.ন.ম হামিদ, মুহাম্মদ আমান উল্লাহ প্রমুখ।

১৫-১৮ নভেম্বর কক্সবাজার বিয়াম মার্টিপারপাস হলরুমে আয়কর মেলা চলবে। সেখানে করদাতাদের সেবায় বসানো হয়েছে বিভাগওয়ারী স্টল। স্টল সমূহে কর সম্পর্কিত সকল সেবা দেয়া হবে।

পাঠকের মতামত: