ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

চকরিয়ায় দুদিন ব্যাপী উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে কর্মশালা

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি ::

স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসার সহযোগীতায় শেড এর আয়োজনে চকরিয়া ২দিন ব্যাপী উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে বিভিন্ন শ্রেণির পেশাজীবিদের সমন্বয়ে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

গতকাল ১৪ নভেম্বর ভরামূহুরীস্থ আইসিডিডিআরবি হল রোমে এ প্রশিক্ষন কর্মশালা শুরু হয়। প্রশিক্ষণে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মোঃ শওকত ওসমান প্রকল্প ব্যবস্থাপক শেড। প্রশিক্ষণে সরকারী কর্মকর্তাগণ, শিক্ষক প্রতিনিধি, সুশীল সমাজ নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, চকরিযা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদ, সরকারী কর্মকর্তাদের মধ্যে অংশগ্রহণ করেন সিনিয়র উপজেলা কৃষি কর্মকর্তা আতিক উল্লাহ, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মোঃ সাইফুর রহমান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ সুপন নন্দী, উপ-সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মমতাজুল হক, সিটি কলেজ অধ্যক্ষ মোঃ সালাহউদ্দিন খালেদ, চকরিয়া সরকারী কলেজের বাংলা বিভাগের অধ্যাপক পদ্মলোচন বডুয়া, প্রেসক্লাব সভাপতি এম জাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মিজবাউল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মন্জুর আলম, ইকবাল ফারুক, জিয়াউদ্দিন ফারুক, এম মনছুর আলম, নিজাম উদ্দিন, শাহ মো: জাহেদ মাস্টার, রেজুত আরা বেগম, রাশেদা বেগম, নারী উদ্যোক্তা খুকী চৌধুরী, নুরতাজ বেগম প্রমূখ। প্রশিক্ষণে সার্বিক বিষয়ে ধারণা প্রদান করেন খালেদা বেগম, টিম লিডার ইপসা সিভিক কনসোর্টিয়াম ও সেশন পরিচালনা করেন রজত বডুয়া রিকু ও ফরহাদ।

পাঠকের মতামত: