ঢাকা,শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

চকরিয়ায় লক্ষ্যারচর ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে স্বল্পমূল্যে খাদ্যশস্য বিতরণ 

চকরিয়া প্রতিনিধি ::  চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের হতদরিদ্র লোকজনের মাঝে স্বল্পমূল্যে খাদ্যশস্য বিতরণ কার্যক্রমের উদ্ভোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় ইউনিয়নের ছিকলঘাটাস্থ হত দরিদ্রের ডিলার ভাই ভাই ট্রেডার্সে এ বিতরণ কার্যক্রমের উদ্ভোধন করেন লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম সেলিম। এ সময় উপন্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মঈন উদ্দিন হাছান ওয়াসিম, ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম, ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোকতার আহামদ, ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য টৌধূরী কবির, ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রশিদ আহামদসহ ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। স্বল্পমূল্যের এ খাদ্যশস্য বিতরণ কার্যক্রমে লক্ষ্যারচর ইউনিয়নের ২৬৫টি হত দরিদ্র পরিবারের প্রত্যেককে দশটাকা কেজি দরে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।

লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম সেলিম বলেন, ”শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে নভেম্বর মাস থেকে হত দরিদ্রদের মাঝে দশ টাকা কেজিদরে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রি শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার বলেন, খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রি শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী লক্ষ্যারচর হতদরিদ্র পরিবারের মাঝে স্বল্পমূল্যে খাদ্যশস্য বিতরণ করা হচ্ছে। এতে ইউনিয়নের ২৬৫টি পরিবার দশ টাকা কেজি দরে প্রতিমাসে ৩০ কেজি করে চাল উত্তোলন করতে পারবেন সংশ্লিষ্ট ডিলারের দোকান থেকে।

পাঠকের মতামত: