চকরিয়া সংবাদদাতা ::
চকরিয়া উপজেলার মালুমঘাট সড়কে চাঁদাবাজির গুরুতর অভিযোগ উঠেছে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে লামা উপজেলার গুলিস্তান বাজার সড়কে অর্ধ শতাধিক অটোরিক্সা চলাচল করছে। এসব অটোরিক্সাসহ অন্যান্য উৎস থেকে প্রতিমাসে লাখ টাকা চাঁদা হাতিয়ে নিচ্ছে একটি চক্র।
মালুমঘাটের পার্শ্ববর্তী পার্বত্য এলাকা থেকে পাহাড়ি পন্যদ্রব্য আনতেও এসড়কে চাঁদা গুনতে হয়। এতে মেম্বার-চেয়ারম্যান ও প্রশাসনের নাম ব্যবহারের অভিযোগও রয়েছে। মালুমঘাট বাজারের পূর্বাঞ্চল চা-বাগান, হায়দারনাসী, গুলিস্তান বাজার, রাঙ্গাঝিরি, বড় ছনখোলা এলাকার লক্ষাধিক লোকজনের আসাযাওয়া এ সড়ক দিয়ে।
প্রতিদিন সন্ধ্যায় মালুমঘাট বাজারের নির্দিষ্ট স্থানে ৫শ থেকে এক হাজার টাকা চাঁদা আদায় করছে অটোরিক্সা চালকদের কাছ থেকে। এ ছাড়া সড়কে অটোরিক্সা নতুন লাইন দিতে গেলে নগদ পাঁচ হাজার টাকা করে দিতে হয়, এরপর রয়েছে দৈনিক চাঁদা। অথচ অটোরিক্সা চালকরা জানান এখানে কোন অনুমোদিত সমিতিই নাই। এভাবে সম্পূর্ণ অবৈধভাবে মাসে লাখ টাকা অটোরিক্সা ও শ্রমজীবীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে চক্রটি। অভিযুক্ত চাঁদা আদায়কারী ক্ষমতাসীন দলের নেতা নামধারী যুবক জয়নাল উদ্দিন (মনু)। সে মালুমঘাট সড়কের চা-বাগান এলাকার আমির হামজার পুত্র।
টাকা আদায় ও হাতে কোন বৈধ কাগজপত্র না থাকার বিষয় স্বীকার করেছে জয়নাল উদ্দিন (মনু)। সে বলেন, উপজেলা সময়বায় অফিসে সমিতির রেজিস্টার করেছে। ওই সমিতির সভাপতি হলো বাহাদুর হক। তারই নির্দেশে টাকা আদায় করা হচ্ছে বলে মনু জানায়। বাহাদুরের পরিচয় জানতে গিয়ে তার বিরুদ্ধে মালুমঘাটস্থ ফাঁসিয়াখালী রেঞ্জ কার্যালয় সংলগ্ন বিশাল বনভূমি অবৈধ দখল করে একাধিক আধাপাকা বাড়ি নির্মাণ সহ বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে।
এদিকে দলের নাম ব্যবহার করে কারো কাছ থেকে কোন টাকা আদায়ের অভিযোগ প্রমাণ পেলে তাৎক্ষণিক বহিস্কার করা হবে বলে জানান ডুলাহাজারা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তৌহিদুল ইসলাম।
ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন বলেন, বেআইনি ভাবে শ্রমজীবী মানুষের কাছ থেকে চাঁদা আদায় করলে কিছুতেই ছাড় দেওয়া হবে না। বিষয়টি যাচাই করে ব্যবস্থা নেবেন বলে জানায় তিনি।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দিন মুহাম্মাদ শিবলী নোমান বলেন, ‘বিষয়টি এখন আমি অবগত হয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেবেন বলেও ইউএনও জানান।’
- শীতের কম্বল দিতে বেড়িয়ে পড়েন চকরিয়ার মানবিক ইউএনও আতিকুর রহমান
- চকরিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ইউপি মেম্বারসহ আহত ৪
- কক্সবাজার সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আকতার চৌধুরী
- পেকুয়ায় রব্বত আলী পাড়া সড়কে গাড়ি চলে না ২০ বছর!
- চকরিয়ায় বাস চাপায় বৃদ্ধ নিহত
- চকরিয়ায় সংঘবদ্ধ ধর্ষণরর মামলার অন্যতম আসামি ফারুককে গ্রেফতার করেছে র্যাব
- চকরিয়ায় মৎস্য অধিদপ্তরের উদোগে নৌযান মালিক ও সারেং দের নিয়ে কর্মশালা
- খুটাখালীতে শতাধিক পরিবারে শীতবস্ত্র বিতরণ
- জমজম হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু ডাক্তারের বক্তব্য
- চকরিয়ায় রেল স্টেশন মাস্টারকে ছুরিকাঘাত করেছে দুবৃর্ত্তরা
- চকরিয়ায় অগ্নিকাণ্ডে ইলেকট্রনিক সামগ্রীর দুই দোকান পুড়ে ছাই,
- চকরিয়ায় সংঘবদ্ধ কিশোরী ধর্ষণকাণ্ডে ৭ জন গ্রেফতার, ৩ জন জেলহাজতে
- জমজম হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু ডাক্তারের বক্তব্য
- চকরিয়ায় মাটির টপ সয়েল কেটে বিক্রি : অভিযানে স্কেভেটর ও তিনটি ডাম্পার গাড়ি জব্দ
- চকরিয়ার ডুলাহাজারা সাফারী পার্কে হাতি শাবকের ঠাঁই হলো
- খুটাখালীতে শতাধিক পরিবারে শীতবস্ত্র বিতরণ
- সঙ্গী হাতির আক্রমণে কৃষক নিহত চকরিয়ায়
- ফুলছড়িতে ৪৬ টুকরো গর্জন কাঠ ভর্তিগাড়ী জব্দ আটক-১
- কক্সবাজার প্রেসক্লাবকে বৈষম্য মুক্ত করতেই হবে
- পেকুয়ায় রব্বত আলী পাড়া সড়কে গাড়ি চলে না ২০ বছর!
- নাইক্ষ্যংছড়িতে হতদরিদ্রদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ
- কক্সবাজার সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আকতার চৌধুরী
পাঠকের মতামত: