ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

চকরিয়া আওয়ামীলীগের আনন্দ মিছিল: জাতীয় নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে

চকরিয়া প্রতিনিধি ::

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচন কমিশন কর্তৃক তফসিল ঘোষণা করায় চকরিয়া উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের উদ্যোগে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল বের করেছে নেতাকর্মীরা। বৃহস্পতিবার রাত ৮টায় চকরিয়া পৌরশহরের জনতা মাকের্টের সামনে থেকে মিছিলটি শুরু করে থানা রাস্তার মাথায় গিয়ে শেষ হয়।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জাফর আলম, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ তালুকদার, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী প্রমূখ।

পাঠকের মতামত: