ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

পুলিশের হাতে ৪ চোরাই গরু : মূলহোতা কসাই নুরু

আবদুল আলীম নোবেল, কক্সবাজার :

কক্সবাজার শহরের টেকপাড়া বিলাপাড়া এলাকা থেকে ৪টি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে স্থানীয় আলী মিস্ত্রীর বাড়ি থেকে ভোর রাতে কক্সবাজার সদর মডেল থানার এএসআই দীন মোহাম্মদের নেতৃত্বে এই গরু গুলো উদ্ধার করা হয়। জানাগেছে, ওই সময় ওই বাড়ির সাহাব উদ্দিন ও আব্দু রহিম নামে দুই যুবককে আটক করে। পরে আটককৃতদের স্বীকার উক্তিমতে তাদেরকে ছেড়ে দেয় পুলিশ। তারা জানান গরু গুলো তাদের ভগ্নপতি নুরুল ইসলাম প্রকাশ কসাই নুরু রেখেছে।
এলাকাবাসী সূত্রে জানাগেছে, কসাই নুরু প্রায় সময় বিভিন্ন এলাকার গরু চোরের সাথে সক্যতা আছে। তার বাড়িতে চুরি করা গরু জবাই করে বিক্রি করার একাধিক অভিযোগ রয়েছে। কসাই নুরু মাদক বিক্রি সহ নানা অপরাধের সাথে জড়িত রয়েছে। তার সহযোগি হিসাবে কাজ করে পুত্র মো আরিফ। কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) ফরিদ উদ্দিন খন্দকার জানান থানায় ৪টি চোরাই গরু উদ্ধার করা হয়েছে প্রকৃত মালিক পেলে গরু গুলো দিয়ে দেয়া হবে।

পাঠকের মতামত: